ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অতিরিক্ত কফি পানে গর্ভপাতের ঝুঁকি

প্রকাশিত: ০৫:৫৭, ২৯ মার্চ ২০১৬

অতিরিক্ত কফি পানে গর্ভপাতের ঝুঁকি

গর্ভাবস্থায় মহিলারা কি খাবেন আর কি খাবেন না তা নিয়ে বড্ড সমস্যা দেখা যায়। কারণ ওই সময় মা এবং বাচ্চা দুজনের স্বাস্থ্যের কথা মাথায় রাখতে হয়। এসব কারণেই চিকিৎসকরা গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যসম্মত খাবার খেতে বলেন। শুধু তাই নয়, খাদ্যাভ্যাসে যথেষ্ট নিয়ন্ত্রণ আনতে হয়। এরই ধারাবাহিকতায় বিজ্ঞানীরা গর্ভবতী নারীদের চা-কফি পানে লাগাম টানার পরামর্শ দিচ্ছেন। সম্প্রতি এক গবেষণায় তারা বলছেন, অতিরিক্ত চা-কফি পান করলে গর্ভবতী মা এবং শিশুর স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। এমনকি গর্ভপাতও হতে পারে। বিজ্ঞানীরা বলছেন, গর্ভবতীদের প্রতিদিন ২০০ মিলিগ্রামের বেশি চা বা কফি পান করা উচিত নয় এবং সেটা যেন খুব হালকা লিকার হয়। কারণ কড়া চা বা কফি ভ্রƒণের ক্ষতি করে। এতে গর্ভপাত পর্যন্ত ঘটতে পারে। তারা একই সতর্কতা দিয়েছেন গ্রীন টি পানের বেলায়ও। এ বিষয়ে বলা হয়েছে, গ্রীন টি পানের বেলায়ও সাবধানতা জরুরী। কারণ গর্ভবতী নারীরা অতিরিক্ত গ্রীনটি পান করলে গর্ভপাত ঘটতে পারে।-ওয়েবসাইট অবলম্বনে।
×