ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতের জাতীয় পুরস্কারে সেরা অমিতাভ, কঙ্গনা ও ‘বাহুবলী’

প্রকাশিত: ২০:২৪, ২৮ মার্চ ২০১৬

ভারতের জাতীয় পুরস্কারে সেরা অমিতাভ, কঙ্গনা ও ‘বাহুবলী’

অনলাইন ডেস্ক॥ ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা হলেন অমিতাভ বচ্চন। সুজিত সরকার পরিচালিত ‘পিকু’ তাকে এনে দিলো এই রাষ্ট্রীয় সম্মান। তনু ওয়েডস মনু রিটার্নস’ ছবিতে দ্বৈত চরিত্রে দারুণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন কঙ্গনা রনৌত। সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে গত বছর সাড়া ফেলে দেওয়া এসএস রাজামৌলির ‘বাহুবলী’। সোমবার বিজয়ী তালিকা ঘোষণা করা হয়। এ নিয়ে চতুর্থবার জাতীয় পুরস্কার পেলেন বিগ বি। এর আগে ‘অগ্নিপথ’ (১৯৯০), ‘ব্ল্যাক’ (২০০৫) ও ‘পা’ (২০০৯) ছবির জন্য এই সম্মান পান তিনি। অন্যদিকে টানা দ্বিতীয়বার জাতীয় পুরস্কারে সেরা অভিনেত্রী হলেন কঙ্গনা। গতবার ‘কুইন’ তাকে এ সম্মান এনে দেয়। সব মিলিয়ে তৃতীয়বার জাতীয় পুরস্কার ঘরে তুললেন ২৯ বছর বয়সী এই তারকা। ‘ফ্যাশন’ (২০০৮) ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হন তিনি। কঙ্গনার মতো সঞ্জয়লীলা বানসালিও টানা দ্বিতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন। ‘বাজিরাও মাস্তানি’র জন্য সেরা পরিচালক হয়েছেন তিনি। ৫৩ বছর বয়সী এই নির্মাতা বলেছেন, ‘মূলধারা, আর্ট-হাউস কিংবা প্যারালাল ছবির ক্ষেত্রে পরিচালক ও চিত্রগ্রাহক ছবি বানাতে কঠোর পরিশ্রম করেন। এই পুরস্কারজয় আমার কাছে অনেক আনন্দের।’ এর আগে ২০০৩ সালে ‘দেবদাস’ ও ২০০৬ সালের জাতীয় পুরস্কারে ‘ব্ল্যাক’ ছবির সুবাদে সেরা পরিচালক হন। আর গতবার তার প্রযোজিত ‘মেরি কম’ (প্রিয়াঙ্কা চোপড়া) সেরা বিনোদনমূলক জনপ্রিয় ছবি হয়। তাই তার ঘরে এসেছে পুরস্কারটি। এবার ১১ সদস্যের জুরি বোর্ডের প্রধান ছিলেন বর্ষীয়ান পরিচালক রমেশ সিপ্পি। তিনিই ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অরুণ জেটলির কাছে বিজয়ী তালিকা সুপারিশ হিসেবে হস্তান্তর করেন।
×