ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বামীর দেয়া গরম পানিতে দগ্ধ পূর্ণিমা ৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেলেন

প্রকাশিত: ০৮:০২, ২৮ মার্চ ২০১৬

স্বামীর দেয়া গরম পানিতে দগ্ধ পূর্ণিমা ৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেলেন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তর বাড্ডায় স্বামীর দেয়া গরম পানিতে দগ্ধ নূরজাহান আক্তার পূর্ণিমা (২৪) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কাছে হেরে গেছেন। ছয়দিন মৃত্যুর সঙ্গে লড়ে রবিবার সকালে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে হেরে গেলেন পূর্ণিমা। বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডাঃ পার্থ প্রতিম পাল জানান, পূর্ণিমার শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, ঘটনার পর অভিযুক্ত স্বামী মিজানুর রহমান পালিয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে। নিহত পূর্ণিমার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার সতাল গ্রামে। তিনি উত্তর বাড্ডা হাউস নম্বর ১০৮/১-এর পাঁচতলার একটি ফ্ল্যাটে স্বামী মিজানুর রহমানের সঙ্গে ভাড়া থাকতেন। এ ঘটনায় নিহতের মা আছিয়া বেগম বাদী হয়ে বাড্ডায় থানায় একটি হত্যা মামলা করেছেন। ওসি জানান, গত ২১ মার্চ সকাল দশটার দিকে মিজানুর রহমান তার স্ত্রী নূরজাহানের শরীরে গরম পানি ঢেলে দেন। এতে তার শরীর ঝলসে যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দগ্ধ নূরজাহান সে সময় জানিয়েছিলেন, আমি একটি হোটেলে সিকিউরিটি ইনচার্জ হিসেবে চাকরি করি। স্বামী এটা পছন্দ করতেন না, তাকে চাকরি ছাড়ার জন্য বলতেন। এ নিয়ে দু’জনের মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হতো। গত সোমবার সকালে মিজানুর রান্না ঘরে গিয়ে নূরজাহানের গায়ে গরম পানি ঢেলে দিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে যান। তাকে মারাত্মক দগ্ধ অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়।
×