ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাইকোর্টের রুল জারি

ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের পুলিশী বিধি কেন বেআইনী হবে না

প্রকাশিত: ০৭:৪৮, ২৮ মার্চ ২০১৬

 ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের পুলিশী বিধি কেন বেআইনী হবে না

স্টাফ রিপোর্টার ॥ রাজধানী ঢাকায় বাড়িওয়ালাদের মাধ্যমে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের বিষয়টি নিয়ে পুলিশ আইন ২০০৬-এর ৪ বিধিমালা কেন বেআইনী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। তিন আইনজীবীর করা রিট আবেদনের শুনানি করে রবিবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি সাহিদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটকারীর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার অনিক আর হক এবং রাষ্ট্রপক্ষের এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ বিষয়ে অনীক আর হক সাংবাদিকদের বলেন, ‘যেহেতু আইনটি কেন অবৈধ নয় মর্মে রুল জারি হয়েছে তাই ভাড়াটিয়াদের তথ্য নেয়াটাও অবৈধ হবে।’ গত ২২ মার্চ সুপ্রীমকোর্টের তিন আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা, এসএম এনামুল হক ও অমিত দাসগুপ্ত হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দায়ের করেন। রিট আবেদনে বলা হয়, ঢাকা মহানগর পুলিশ (নিয়ন্ত্রণ ও নির্দেশনা) বিধিমালা ২০০৬-এর ৪-এর খ ধারায় বলা হয়েছে, মহানগরীর কোন এলাকাতে কোন অপরাধ ঘটলে পুলিশ দ্রুত যে কোন পদক্ষেপ নিতে পারে। এই বিধান বলে বাড়ির মালিকের মাধ্যমে ভাড়াটিয়ার ব্যক্তিগত যাবতীয় তথ্য চেয়ে ফরম বিলি করছে। কিন্তু এই বিধানের ক্ষমতাবলে একজন ব্যক্তির সব ব্যক্তিগত তথ্য পুলিশ চাইতে পারে না। কারণ ওই ধারায় বলা হয়েছে, কোন অপরাধ সংঘটিত হলে পুলিশ দ্রুত যে কোন পদক্ষেপ নিতে পারবে। এর আগে গত ৩ মার্চ মহানগর এলাকায় বাড়ির মালিকদের মাধ্যমে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের কার্যক্রম বন্ধ করার নির্দেশনা চেয়ে সুপ্রীমকোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া হাইকোর্টে একটি রিট দায়ের করেন। গত ১৩ মার্চ সে রিট খারিজ করে দেয় হাইকোর্ট।
×