ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্ষেপণাস্ত্র কর্মসূচী জোরদার করবে ইরান

প্রকাশিত: ০৩:৩০, ২৮ মার্চ ২০১৬

ক্ষেপণাস্ত্র কর্মসূচী  জোরদার করবে ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ঘোষণা দিয়েছেন, তার দেশের সামরিক ক্ষেপণাস্ত্র আরও জোরদার করা হবে। ব্যালাস্টিক কর্মসূচীর সঙ্গে যুক্ত থাকায় যুক্তরাষ্ট্র দুটি কোম্পানিকে নিষিদ্ধ করার প্রতিবাদে তিনি এসব কথা বলেন। মার্কিন আর্থিক প্রতিষ্ঠানে হ্যাকিংয়ের অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। খবর আল-জাজিরার। জারিফের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি জানিয়েছে, তেহরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কোন নির্দিষ্ট সীমা নেই। কেননা এই কর্মসূচী পারমাণবিক অস্ত্র তৈরির সঙ্গে যুক্ত নয়। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কার্যক্রমের জবাব দিতে হলে সামরিক কর্মসূচী বাড়াতে হবে। প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে দু’দিনের রাষ্ট্রীয় সফরে তিনি এখন পাকিস্তান রয়েছেন। গত ডিসেম্বরে ইরানী প্রেসিডেন্ট রুহানি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র তৈরিকে গুরুত্ব দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে প্রতিরক্ষামন্ত্রী হুসেইন দেহকানকে নির্দেশ দেন।
×