ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জয়পুরহাটে কলেজ ছাত্রীকে উত্তক্ত করার প্রতিবাদ করায় ছাত্র ছুরিকাহত

প্রকাশিত: ০১:০৩, ২৭ মার্চ ২০১৬

জয়পুরহাটে কলেজ ছাত্রীকে উত্তক্ত করার প্রতিবাদ করায় ছাত্র ছুরিকাহত

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ জয়পুরহাটের আমদই ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের এক ছাত্রীকে উত্তক্ত করার প্রতিবাদ করায় একই কলেজের একই ক্লাসের আল আমীন নামের এক ছাত্রকে ছুরিকাঘাত করেছে মারুফ হোসেন নামের এক বখাটে ও তার সঙ্গীরা। এ সময় স্থানীয় জনতা বখাটে মারুফ হোসেনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করলেও তার অপর সঙ্গীরা পালিয়ে যায়। বখাটে মারুফ হোসেন সদর উপজেলার মিটনা গ্রামের আজিজুল হকের ছেলে এবং জয়পুরহাট সরকারী ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্র। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন ও স্থানীয় এলাকাবাসী জানান, জয়পুরহাট সদর উপজেলার আমদই ডিগ্রি কলেজের আই এ ১ম বর্ষের এক ছাত্রীকে বখাটে মারুফ হোসেন ও তার সঙ্গীরা প্রায়ই রাস্তায় উত্তক্ত করতো। রবিবার ১১টার দিকে ওই ছাত্রীকে উত্তক্ত করতে দেখলে একই ক্লাসের ছাত্র আল আমীন প্রতিবাদ করে। এ সময় বখাটে মারুফ হোসেন ও তার সঙ্গীরা আল আমীনকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় এলাকাবাসী মারুফ হোসেনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। ছুরিকাহত আল আমীন জেলার কালাই উপজেলার কাঁটাহার গ্রামের সিরাজ উদ্দীনের ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আল আমীনের চাচা ইসমাইল প্রধান বাদী হয়ে মারুফ হোসেন সহ ৪জনের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেছেন।
×