ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

খাবার সংকট ॥ বাউফল হাসপাতাল ছেড়ে যাচ্ছেন রোগীরা

প্রকাশিত: ০০:৩৩, ২৭ মার্চ ২০১৬

খাবার সংকট ॥ বাউফল হাসপাতাল ছেড়ে যাচ্ছেন রোগীরা

নিজস্ব সংবাদদাতদা, বাউফল ॥ খাবার সংকটের কারেণে বাউফল হাসপাতাল ছেড়ে যাচ্ছেন রোগীরা । ৫০ শষ্যা এ হাসপাতালে প্রায় ৫ মাস ধরে খাবার সংকট চললেও নিরশনের জন্য কোন উদ্যোগ নেয়া হয়নি। জানা গেছে, আনোয়ার হোসেন নামের এক ঠিকাদারের মাধ্যমে এ হাসপাতালে নিয়মিত ৫০ জনের খাবার সরবরাহ করা হতো। ওই ঠিকাদারের মেয়াদ শেষ হওয়ার পরে অতিরিক্ত এক বছর ধরে তিনি এ খাবার সরবারহ করেছেন। সম্প্রতি তার সরবরাহকৃত খাবারের মান নিয়ে প্রশ্ন উঠলে স্বাস্থ্য কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে খাবার সরবরাহের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে মুক্তিযোদ্ধা কাজী আবদুর রবকে দায়িত্ব দেয়া হয়। তিনি গত বছর নবেম্বর মাস থেকে হাসপাতালে খাবার সরবরাহ শুরু করেন। এ হাপাতালে প্রতিদিন দ্বিগুনের বেশি রোগী ভর্তি থাকেন। খাবার সরবরাহ করা হয় মাত্র ৩১ জনের। যার ফলে অধিকাংশ গরীব রোগী খাবার সংকটের কারণে ভর্তির দু একদিন পরেই হাসপাতাল ছেড়ে চলে যান। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনজুরুল আলম বলেন, টেন্ডার জটিলতার করণে ৩১ জনের খাবার সরবারহ করা হচ্ছে। যিনি খাবার সরবরাহ করছেন তারও বিল বকেয়া রয়েছে। জটিলতা নিরশন হলে পূর্বের ন্যায় ৫০ জনেরই খাবার সরবরাহ করা হবে। তবে কবে নাগাদ এ জটিলতা দূর হবে তিনি নিশ্চিত করে বলতে পারেননি।
×