ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রতিদ্বন্দ্বিতা গড়ায় আত্মবিশ্বাস বেড়েছে ॥ মাশরাফি

প্রকাশিত: ১৯:১৫, ২৭ মার্চ ২০১৬

প্রতিদ্বন্দ্বিতা গড়ায় আত্মবিশ্বাস বেড়েছে ॥ মাশরাফি

অনলাইন ডেস্ক ॥ বিশ্বকাপের ম্যাচগুলোতে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারায় দলের ক্রিকেটারদের মধ্যে আত্মবিশ্বাস বেড়েছে। তবে তাসকিন-সানির নিষেধাজ্ঞা আমাদের জন্য শকিং ছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষে আজ রবিবার সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে বাংলাদেশে ক্রিকেট দল। এ সময় সাংবাদিকদের সঙ্গে সফরের বিস্তারিত তুলে ধরেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মাশরাফি বলেন, ‘সামনে আমরা আরো ভালো করতে পারবো, দলের ক্রিকেটারদের মধ্যে এ যোগ্যতা রয়েছে। অনেকগুলো ক্লোজ ম্যাচ হয়েছে। তবে এবারের আসর থেকে দলের সবাই দারুণ কিছু শিখেছে, যা ভবিষ্যতে টি-২০ ফরম্যাটে ভালো খেলতে সাহায্য করবে।’ তিনি আরও বলেন, ‘ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে আমাদের মধ্যে তাসকিন ও সানির শূন্যতা অনুভব হয়েছে। তারা থাকলে হয়ত আরও ভালো করতে পারতাম। তবে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আমাদের জয় পাওয়াটা দরকার ছিলো।’
×