ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্রাসেলসে হামলা কথা বলতে অস্বীকৃতি আবদে সালামের

প্রকাশিত: ০৬:০৮, ২৭ মার্চ ২০১৬

ব্রাসেলসে হামলা কথা বলতে অস্বীকৃতি আবদে সালামের

প্যারিস হামলার প্রধান সন্দেহভাজন সালাহ আবদে সালাম জিজ্ঞাসাবাদে মঙ্গলবারের ব্রাসেলস হামলা নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন। ব্রাসেলসে গত সপ্তাহে আটক আবদে সালাম প্রথমদিকে সহযোগিতা করলেও এই বোমা হামলা নিয়ে জিজ্ঞাসাবাদে কিছুই বলেননি এবং তার নীরব থাকার অধিকার প্রয়োগ করেছে। বেলজিয়ামের আইনজীবীরা শুক্রবার এ কথা জানিয়েছেন। খবর বিবিসির। নবেম্বরের প্যারিস হামলার চার মাসের বেশি সময় ধরে লুকিয়ে থাকার পর ব্রাসেলসে ১৮ মার্চ এক নাটকীয় অভিযানে আবদেসালামকে আহতাবস্থায় আটক করা হয়। আটকের পরের দিন মূলত প্যারিস হামলা নিয়েই প্রথম তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দ্বিতীয় জিজ্ঞাসাবাদ ছিল তার বিরুদ্ধে ইউরোপীয় গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে। ব্রাসেলস হামলার পর ২২ মার্চ আবদে সালামকে আবারও জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তিনি এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান বলে এক বিবৃতিতে জানানো হয়। এ পরিস্থিতিতে আবদে সালাম তার নীরব থাকার অধিকার প্রয়োগ করে। বেলজিয়ামের বিচার মন্ত্রী কোয়েন গিনস পার্লামেন্টকে নিশ্চিত করেছেন যে, আবদে সালাম এই হামলা নিয়ে কোন কথা বলেননি। এদিকে ব্রাসেলস হামলায় জড়িত সন্ত্রাসীদের পাকড়াও করতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার পর্যন্ত তিনদেশ বেলজিয়াম, ফ্রান্স ও জার্মানিতে সাঁড়াশি অভিযান চালিয়ে মোট ১২ জনকে আটক করা হয়েছে। বেলজিয়াম থেকে বৃহস্পতিবার ছয়জন ও শুক্রবার তিনজনকে আটক করা হয়। তবে এদের মধ্যে কয়েকজনকে পরে ছেড়ে দেয়া হয়।
×