ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রাম কারাগারে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামির মৃত্যু

প্রকাশিত: ০৫:৪৯, ২৭ মার্চ ২০১৬

চট্টগ্রাম কারাগারে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামির মৃত্যু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আলোচিত মা-মেয়ে হত্যা মামলার মৃত্যুদ-প্রাপ্ত আসামি আবু রায়হান ওরফে আরজু মারা গেছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম কারাগারে পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়। কারাগারের ডেপুটি জেলার জাহেদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগ্রাবাদে মা-মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দ-প্রাপ্ত আসামি রায়হান মারা গেছে। দুপুরে চট্টগ্রাম কারাগারে তার মৃত্যু হয়। কিভাবে রায়হানের মৃত্যু হয়েছে সে বিষয়ে জানতে চাইলে তিনি কিছু বলতে রাজি হননি। ২০১৪ সালের ২৪ মার্চ সকালে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কে যমুনা নামে একটি ভবনের চতুর্থ তলায় ব্যবসায়ী রেজাউল করিমের স্ত্রী রেজিয়া বেগম (৫০) এবং তার মেয়ে এসএসসি পরীক্ষার্থী সায়মা নাজনীন নিশাতকে (১৬) পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রেজাউল করিম বাদী হয়ে আবু রায়হান এবং তার বন্ধু ভাড়াটে খুনি শহীদকে আসামি করে একটি মামলা দায়ের করেন। গত বছরের ১ অক্টোবর ওই মামলায় আদালত আবু রায়হান এবং শহীদকে মৃত্যুদ-ের আদেশ দেড।
×