ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্ব নাট্যদিবস সম্মাননা পাচ্ছেন ফেরদৌসী মজুমদার

প্রকাশিত: ০০:১৪, ২৬ মার্চ ২০১৬

বিশ্ব নাট্যদিবস সম্মাননা পাচ্ছেন ফেরদৌসী মজুমদার

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব নাট্যদিবস সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। রাজধানীর বেইলী রোডের নাটক স্মরণীর মহিলা সমিতিতে আগামীকাল রবিবার সন্ধ্যায় আয়োজিত বিশ্ব নাট্য দিবসের অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা দেয়া হবে। সম্মিলিতভাবে এ দিবসটি উদ্যাপন করছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান, আইটিআই (বাংলাদেশ কেন্দ্র), বাংলাদেশ পথনাটক পরিষদ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আয়োজকসূত্রে জানাযায়, বিশ্ব নাট্যদিবস উপলক্ষে এদিন সন্ধ্যা ৬ টায় থাকছে প্রীতি সম্মিলনী এবং পরে থাকছে বিশ্ব নাট্যদিবস বক্তৃতা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। বক্তৃতা করবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতি মন্ডলীর চেয়ারম্যান লিয়াকত আলী লাকী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারী জেনারেল আকতারুজ্জামান। আলোচনা শেষে থাকবে শিল্পী ইসলাম উদ্দিন পালাকারের পরিবেশনায় পালা পরিবেশনা। উল্লেখ্য, ১৯৮২ সালের জুন মাসে ভিয়েনায় অনুষ্ঠিত আইটিআইয়ের নবম কংগ্রেসে বিশ্বনাট্যদিবস প্রবর্তনের প্রস্তাব গৃহীত হয়। দিন-তারিখ নির্ধারণের প্রশ্নে সিদ্ধান্ত হয় পরবর্তী বছর প্যারিসে অনুষ্ঠেয় (১৯৬২ সালে) থিয়েটার অব ন্যাশনস্ উৎসবের সূচনার দিনটি অর্থাৎ ২৭ মার্চ প্রতিবছর বিশ্ব নাট্যদিবস উদ্যাপিত হবে। ১৯৬২ সাল থেকে পালিত হচ্ছে বিশ্ব নাট্যদিবস। বাংলাদেশে ১৯৮২ সাল থেকে বিশেষ মর্যাদায় এই দিনটি উদ্যাপন করে আসছে। বিশ্ব নাট্যদিবসকে সামনে রেখে এবছর বানী প্রদান করেছেন মস্কোর স্কুল অব ড্রামাটিক আর্টসের প্রতিষ্ঠাতা আনাতোলি ভাসিলিয়েভ। তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নাট্য নির্দেশক ও রাশিয়ান থিয়েটারের অধ্যাপক। তাঁকে তাঁর প্রজন্মের শ্রেষ্ঠ রুশ নির্দেশক হিসেবে গণ্য করা হয়।
×