ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘রোমিও জুলিয়েট’ নাটকে এবার প্রতিবন্ধীরা

প্রকাশিত: ২২:৫৪, ২৬ মার্চ ২০১৬

‘রোমিও জুলিয়েট’ নাটকে এবার প্রতিবন্ধীরা

স্টাফ রিপোর্টার ॥ উইলয়াম শেক্সপিয়ারের ‘রোমিও জুলিয়েট’ নাটকে এই প্রথমবারের মতো অভিনয় করছেন কিছু প্রতিবন্ধী। নাটকটি অনুবাদ করেছেন সাহিত্যিক দেবেশ রায়। ঢাকার ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে নাটকটি প্রযোজনা করেছে ঢাকা থিয়েটার ও লন্ডনের গ্রে আই থিয়েটার। একেবারে নতুন এক ভাবনা থেকে এ নাটকটি নির্দেশনা দিয়েছেন নাট্যজন নাসিরউদ্দীন ইউসুফ ও যুক্তরাজ্যের গ্রেআই থিয়েটারের জেনি সিইলি। উইলিয়াম শেক্সপিয়ারের ৪০০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে ২৮ ও ২৯ মার্চ নাটকের দুটি মঞ্চায়ন হবে সন্ধ্যা ৭টায়। ২৪ মার্চ বৃহস্পতিবার বিকেলে নাটকটির মহড়া দেখার জন্য সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়। ঢাকা থিয়েটারের প্রধান নাসিরউদ্দীন ইউসুফ জানান, সিআরপি-বাংলাদেশ, ব্র্্যাক, ব্রিজ ও গ্রে আই থিয়েটারের ১৪ জন প্রতিবন্ধী শিল্পী এ নাটকে অভিনয় করছেন। তিনি আরও জানান, স্বাধীনতার ৪৫ বছর পূর্তি উপলক্ষে ঢাকা থিয়েটার ও লন্ডনের গ্রে আই থিয়েটার যৌথভাবে নাটকটি প্রযোজনা করছে। বিশ্বের ১৩০টি দেশে শেক্সপিয়ারের ৪০০তম মৃত্যুবার্ষিকী পালিত হবে এ বছর। বাংলাদেশে শেক্সপিয়ারের নাটক মঞ্চায়ন করার মধ্য দিয়ে এ মহান নাট্যকারকে স্মরণ করা হবে। এই কর্মযজ্ঞে সহোযোগিতা করছে, ব্রিটিশ দূতাবাস, ব্রিটিশ কাউন্সিল, সিআরপি, ব্র্যাক, বাংলাদেশ গ্রাম থিয়েটার, সুইড বাংলাদেশ, শিল্পকলা একাডেমি ও সংস্কৃতি মন্ত্রণালয়।
×