ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে স্বাধীনতা দিবস পালিত হচ্ছে

প্রকাশিত: ১৮:০৩, ২৬ মার্চ ২০১৬

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে স্বাধীনতা দিবস পালিত হচ্ছে

নিজস্ব সংবাদদাতা, নাটোর॥ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। আজ শনিবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। নাটোর শহরের মাদ্রাসা মোড়ে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে ৮ টায় শঙ্কর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজে অভিবাদন গ্রহন করেন জেলা প্রশাসক খলিলুর রহমান। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ডিসপ্লে প্রদর্শন করে। এছাড়াও দিবসটি উপলক্ষে জেলা আওয়ামীলীগ শহরের কাঁদিভিটাস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন করে। অপরদিকে, সিংড়ায় উপজেলা মাঠে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন ও উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ পরিদর্শন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
×