ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চেরি উৎসব

প্রকাশিত: ০৪:১০, ২৬ মার্চ ২০১৬

চেরি উৎসব

জাপানের জাতীয় ফুল হচ্ছে চেরি। রাজধানী টোকিওতে এখন চলছে চেরি ফুলের উৎসব। মার্চ মাস থেকে শুরু হয়ে এ উৎসব মে পর্যন্ত চলবে। এ উৎসবে ইম্পেরিয়াল প্যালেসও যুক্ত হয়েছে। এ উৎসব উপলক্ষে সেখানে সাধারণ লোক প্রবেশ করতে পারবে। দেশটির প্রাচীন রাজধানী কিয়োটোতে পাঁচদিন এ উৎসব উদযাপিত হবে। এই উৎসবকে জাপানী ভাষায় বলা হয় সাকুরাউ। যা মূলত ভালবাসার প্রতীক হিসেবে দেখা হয়। ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় উৎসবে অংশ নিচ্ছে চেরিপ্রেমীরা। -এএফপি
×