ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংর্ঘষ ॥ চালক-হেলপার নিহত, আহত ১৫

প্রকাশিত: ২২:৪৮, ২৫ মার্চ ২০১৬

হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংর্ঘষ ॥ চালক-হেলপার নিহত, আহত ১৫

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ শুক্রবার সকাল সোয়া ৮ টার দিকে হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের অধীন বাহুবল উপজেলাধীন করাঙ্গী ব্রীজের সন্নিকটে দুই বাসের মুখোমুখি সংর্ঘষে বাস চালক ও হেলপার নিহত এবং আহত হয়েছে কমপক্ষে ১৫ যাত্রী। নিহতরা হলেন, জেলার ওই উপজেলাধীন যাদবপুর গ্রামের বাসিন্দা আব্দুল আজিজের ছেলে বাস চালক হাফিজ উদ্দিন (৪৫) ও একই গ্রামের হেলপার রজব আলী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলার নবীগঞ্জ উপজেলাধীন আউশকান্দি থেকে ওই সড়ক পথে একটি লোকাল বাস হবিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়ে করাঙ্গী ব্রীজের সন্নিকটে পৌছুলে বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে সিলেটগামী সাগরিকা পরিবহনের অপর একটি বাসের সাথে মুখোমুখি সংর্ঘষ ঘটে। এতে ঘটনাস্থলেই লোকাল বাসের চালক হাফিজ মৃত্যুবরন করেন। গুরুতর আহতদেরকে দ্রুত বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার রজব আলীকে মৃত ঘোষনা করেন।
×