ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের অভিযান,জরিমানা আদায়

প্রকাশিত: ২২:১৮, ২৫ মার্চ ২০১৬

বাগেরহাটে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের অভিযান,জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার, বাগেরহাট॥ বাগেরহাটের ফকিরহাট উপজেলার মানসা কালিবাড়ী বাজার, বাহিরদিয়া বাজার ও ফকিরহাট বাজারে নোংড়া পরিবেশে খাবার ও মেয়াদ উত্তির্ণ পন্য রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর অভিযান চালিয়ে ১৯ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেছে। শুক্রবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক শামিম হাসান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় জেলা বাজার কর্মকর্তা সুজাত হোসেন খান, ক্যাব এর সাধারন সম্পাদক ডাঃ অরিন্দম দেবনাথ ও এসআই মাহাবুর রহমান উপস্থিত ছিলেন। অভিযানে নোংড়া পরিবেশে খাবার রাখা ও মেয়াদ উত্তির্ণ পন্য রাখার দায়ে ফকিরহাটের মানসা কালিবাড়ী বাজারের একটি মিষ্টির দোকানে ৫ হাজার টাকা, মুদি দোকানে ১ হাজার ৫শ টাকা, মনোহারি দোকানে ১ হাজার টাকা, বাহিরদিয়া বাজারে দুটি মুদি মনোহারি দোকানে ২ হাজার টাকা ও ফকিরহাট বাজারের একটি মিষ্টির দোকানে ৫ হাজার টাকা ও কীটনাশকের দোকানে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
×