ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বুদ্ধি প্রতিবন্ধী রুনাকে শ্বাসরোধ ও ছুরিকাঘাতে হত্যা করা হয়

প্রকাশিত: ০৮:৪১, ২৫ মার্চ ২০১৬

বুদ্ধি প্রতিবন্ধী রুনাকে শ্বাসরোধ ও ছুরিকাঘাতে হত্যা করা হয়

স্টাফ রিপোর্টার ॥ বুদ্ধি প্রতিবন্ধী সাবরিনা সুলতানা রুনার চাঞ্চল্যকর হত্যাকা-ের ঘটনার রহস্য উদঘাটিত হয়েছে। হত্যাকা-ে জড়িত দুই জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত বছরের ২০ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর কাফরুল থানাধীন ইব্রাহিমপুরের একটি বাড়িতে বুদ্ধি প্রতিবন্ধী সাবরিনা সুলতানা রুনাকে শ্বাসরোধ ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। হত্যার পর বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে হত্যাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বড় বোন রোজিনা সুলতানা বাদী হয়ে কাফরুল থানায় ঘটনার পরদিন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগে হস্তান্তর করে তদন্তভার দেয়া হয়।
×