ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অপরিহার্য জয়ের খোঁজে অস্ট্রেলিয়া-পাকিস্তান

প্রকাশিত: ০৬:৪৮, ২৫ মার্চ ২০১৬

অপরিহার্য জয়ের খোঁজে অস্ট্রেলিয়া-পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ হারলেই গ্রুপ পর্ব থেকেই বিশ্বকাপ অভিযান শেষ। চলমান টি২০ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে এমনই পরিস্থিতির সামনে দাঁড়িয়ে পাকিস্তান ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ জিতলেই যে সেমিফাইনাল নিশ্চিত হবে এমনও নয়। শেষ মুহূর্তের জটিল সমীকরণে শেষ চারে ওঠার ক্ষেত্রে ভাগ্যের শিঁকেটা নিজেদের পক্ষে ছিঁড়তে পারে। ইতোমধ্যেই গ্রুপ-২ থেকে নিউজিল্যান্ড সেমিতে উঠে যাওয়ায় এবার দ্বিতীয় দল হওয়ার লড়াই ভারত-পাকিস্তান-অস্ট্রেলিয়ার। অসিরা আজ হারলেও শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জয়টা তাদের জন্য সেমিতে ওঠার সুযোগ করে দিতে পারে। কারণ সেক্ষেত্রে এ তিন দলেরই পয়েন্ট সমান ৪ হয়ে যাবে এবং নেট রানরেটে এগিয়ে থাকা দলটি গ্রুপ রানার্সআপ হিসেবে সেমিতে পা রাখবে। সে কারণে পাকদের জয় অপরিহার্য। তবে জটিল সমীকরণে প্যাঁচে পড়তে নারাজ অস্ট্রেলিয়া এ ম্যাচেই জিতে ভাল অবস্থানে যেতে উন্মুখ। মহাগুরুত্বপূর্ণ এ ম্যাচটি মোহালিতে বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে শুরু হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে এবার বিশ্বকাপ মিশন শুরু করেছিল স্টিভেন স্মিথের দল। তবে দ্বিতীয় ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে সেমিতে ওঠার লড়াইয়ে টিকে থাকে অসিরা। সেদিক থেকে নিজেদের আত্মবিশ্বাসটাও অনেকখানি ফিরে পেয়েছে তারা। আজ যেভাবেই হোক জয় পেতে চায় অস্ট্রেলিয়া। কারণ শেষ ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগেই সুবিধাজনক একটি অবস্থানে যেতে হলে এর বিকল্প নেই। কিন্তু মরিয়া পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়াটা সহজ হবে না নড়বড়ে অসিদের। দুই ম্যাচেই বোলাররা ভাল করলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় ভুগতে হয়েছে তাদের। আজ দেশে ফিরছেন তাসকিন স্পোর্টস রিপোর্টার, কলকাতা থেকে ॥ অনেক চেষ্টা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাসকিন আহমেদকে কোনভাবে রক্ষা করা যায়নি। যেহেতু বিশ্বকাপ আর খেলতেই পারছেন না, তাই দলের সঙ্গে থেকে আর লাভ কী। তাই তাসকিন আহমেদ আজ সকালেই বাংলাদেশে ফিরবেন। ব্যাঙ্গালুরু থেকে দলের সঙ্গে বৃহস্পতিবার বিকেলে কলকাতায় এসেছেন তাসকিন। কলকাতা থেকে আজ দেশে ফিরবেন। বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনই এমনটি জানিয়েছেন। বলেছেন, ‘শুক্রবার দেশে ফিরবে তাসকিন।’ এরইমধ্যে আরাফাত সানি দেশে ফিরেছেন। বুধবারই দেশের মাটিতে পা দিয়েছেন। আজ যাবেন তাসকিন।
×