ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শহীদ মিনারের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের নির্দেশ

প্রকাশিত: ০১:০৩, ২৪ মার্চ ২০১৬

শহীদ মিনারের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে অবৈধ স্থাপনা আগামী ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে পাশে থাকা কবরটি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত। জনস্বার্থে করা এক রিট আবেদনে জারি করা রুল নিস্পত্তি করে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোঃ সাইদুর রহমানের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন শহীদ মিনারের মর্যাদা রক্ষায় জনস্বার্থে রিটটি করেন। রিটের পক্ষে আইনজীবী ছিলেন এ্যাডভোকেট মনজিল মোরশেদ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী এ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
×