ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে দুর্যোগকালীন মিডিয়ার করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ২২:১৩, ২৪ মার্চ ২০১৬

কিশোরগঞ্জে দুর্যোগকালীন মিডিয়ার করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ মানবসৃষ্ট আপদ বা প্রাকৃতিক বিপর্যয়ে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে আনে। এ সময় গণমাধ্যম দুর্যোগের ঝুঁকি, বিপদাপন্নতা ও নেতিবাচক প্রতিক্রিয়ায় যথাসময়ে সঠিক সংবাদটি জনগণের সামনে তুলে ধরতে পারে। এতে করে দুর্যোগকালীন মানুষের দুর্দশা অনেকাংশে কমে আসবে। বৃহস্পতিবার সকালে পপি’র সিডিভাউ প্রকল্প কার্যালয়ে দুর্যোগকালীন মানবিক বিষয়ের ওপর মিডিয়ার করণীয় শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। প্রবীণ সাংবাদিক সুবীর বসাকের সভাপতিত্বে দুর্যোগকালীন মিডিয়া ও সমাজকর্মীর পারস্পরিক সমন্বয়ে শক্তিশালী ভূমিকা রাখার গুরুত্বারোপ করে কর্মশালায় বক্তৃতা করেন দৈনিক শতাব্দীর কণ্ঠের সম্পাদক আহমেদ উল্লাহ, সাংবাদিক নেতা এ কে নাছিম খান, মোস্তফা কামাল, সোহেল চৌধুরী, আশরাফুল ইসলাম, এ্যাডভোকেট নজরুল ইসলাম নূরু, পারিবারিক সহিংসতা প্রকল্প সমন্বয়কারী সাইফুল কুদ্দুস প্রমুখ। দিনব্যাপী এ কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, মানবাধিকার ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।
×