ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লাওসে বাসে গুলিতে ছয় চীনা নাগরিক আহত

প্রকাশিত: ১৯:৫১, ২৪ মার্চ ২০১৬

লাওসে বাসে গুলিতে ছয় চীনা নাগরিক আহত

অনলাইন ডেস্ক॥ লাওসের উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বাসে গুলিবর্ষণে ছয় চীনা নাগরিক আহত হয়েছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। যাত্রীবাহী বাসটি চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং থেকে লাওসের রাজধানী ভিয়েনতিয়েন যাচ্ছিল। ভিয়েনতিয়েন প্রদেশের কাসি এলাকার মহাসড়কে এক অজ্ঞাত বন্দুকধারী বাসটিতে হামলা চালায়। হামলাকারীর গুলিতে যাত্রীদের পাশাপাশি বাসটির চালকও আহত হন। বাসটিতে ২৫ জন যাত্রী ও তিনজন চালক ছিলেন। আহত চীনা নাগরিকদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগেও লাওসে চীনা নাগরিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। ১ মার্চ লাওসের উত্তরাঞ্চলীয় লুয়াং প্রাবাং প্রদেশে একটি চীনা সহায়তা প্রাপ্ত কোম্পানিতে অজ্ঞাত উগ্রপন্থিদের হামলায় এক চীনা নাগরিক নিহত ও অপর তিনজন আহত হন। জানুয়ারিতে লাওসের প্রত্যন্ত শিয়াসোম্বুউন প্রদেশে একটি বাসে বোমা হামলায় দুই চীনা নাগরিক নিহত ও অপর একজন আহত হন। চীন ও লাওস প্রতিবেশী দেশ। দেশদুটির দ্বিপাক্ষিক সম্পর্ক মূলত বাণিজ্যিক ও বিভিন্ন ধরনের সহায়তা নির্ভর।
×