ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাশিয়ায় ইউক্রেনের নারী পাইলটের ২২ বছর কারাদণ্ড

প্রকাশিত: ১৮:৩২, ২৪ মার্চ ২০১৬

রাশিয়ায় ইউক্রেনের নারী পাইলটের ২২ বছর কারাদণ্ড

অনলাইন ডেস্ক॥ ইউক্রেনের বিমানচালক নাদিয়া সাভশেঙ্কোকে ২২ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন রাশিয়ার একটি আদালত। ২০১৪ সালে পূর্ব ইউক্রেনে সংঘাতের সময় রাশিয়ার দুই সাংবাদিককে হত্যার দায়ে মঙ্গলবার এ আদেশ দেওয়া হয়। নাদিয়া তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। এদিকে রাশিয়ার আদালতে রায় ঘোষণার সময় নাদিয়াকে ইউক্রেনে বীরের মর্যাদা দেওয়া হয়। রাশিয়ার আদালতে কারাদণ্ডের আদেশ ঘোষণা করার সময়ও তাঁকে নির্ভীক দেখায়। তিনি বেঞ্চে দাঁড়িয়ে ইউক্রেনের জাতীয় সংগীত গান। নাদিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ-সমাবেশ করেছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর লোকজন। এ রায় রাশিয়ার সঙ্গে কিয়েভের সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেন এ রায় মেনে নেবে না। রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা নাদিয়াকে ২০১৪ সালে বন্দি করে। সূত্র : আল-জাজিরা।
×