ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেত্রকোনায় প্রবীণদের অধিকার রক্ষায় সাংস্কৃতিক প্রচারাভিযান

প্রকাশিত: ০৪:৫৯, ২৪ মার্চ ২০১৬

নেত্রকোনায় প্রবীণদের অধিকার রক্ষায় সাংস্কৃতিক প্রচারাভিযান

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ ‘প্রবীণদের জন্য চাই প্রত্যাশিত জীবন’ স্লোগানকে সামনে রেখে বেসরকারী উন্নয়ন সংস্থা বারসিকের উদ্যোগে সোমবার থেকে মাসব্যাপী সাংস্কৃতিক প্রচারাভিযান শুরু হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং হেল্পএইজ ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় সদর উপজেলার আমতলা ইউনিয়নের গাছগরিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রচারাভিযানের আয়োজন করা হয়। প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব খলিফা আবদুর রশীদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন: ইউপি চেয়ারম্যান আবদুর রহমান, খলিলুর রহমান, সদস্য রেজিয়া আক্তার, ডাঃ মারুফ, আবদুল মালেক, এমদাদুল হক প্রমুখ। প্রচারাভিয়ানের প্রথম দিন বাউল গান পরিবেশন করা হয়। উদ্যোক্তারা জানান, নেত্রকোনার সদর, দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার ছয়টি ইউনিয়নের ২৪টি গ্রামে পর্যায়ক্রমে এ ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
×