ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দেশের পুঁজিবাজারে দরপতন অব্যাহত

প্রকাশিত: ০৪:৪১, ২৪ মার্চ ২০১৬

দেশের পুঁজিবাজারে দরপতন অব্যাহত

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগের দিনের ধারাবাহিকতায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবারও অব্যাহত রয়েছে দরপতন। টানা কয়েক দিন ধরে দরপতনে লেনদেন হয়েছে ডিএসইতে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এদিন পতনে লেনদেন হয়েছে। তবে দুই বাজারেই লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। প্রসঙ্গত, এই সপ্তাহের শুধু দ্বিতীয় কার্যদিবস সোমবার ছাড়া প্রতিদিনই পতনে লেনদেন হয়েছে। ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা গেছে, বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪১৪ কোটি টাকা। যা আগের দিনের তুলনায় ৯০ কোটি টাকা বা ২৮ শতাংশ বেশি। আগের দিন এ বাজারে ৩২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৯ পয়েন্ট কমে ৪ হাজার ৩৮১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৫৮ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- ড্রাগন সোয়েটার এ্যান্ড স্পিনিং লিমিটেড, কেয়া কসমেটিকস, বাংলাদেশ স্টিল রিরোলিং মিলস, এমারেল্ড অয়েল, স্কয়ার ফার্মা, এএফসি এ্যাগ্রো বায়োটেক, আমান ফিড, তিতাস গ্যাস, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং ওরিয়ন ইনফিউশন। ডিএসইর দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : লিব্রা ইনফিউশন, জেমিনি সি ফুড, ডিবিএইচ, স্টাইল ক্রাফট, ওরিয়ন ইনফিউশন, আমান ফিড, ইস্টার্ন লুব্রিক্যান্টস, এমারেল্ড ওয়েল, মুন্নু স্টাফলারস ও বিডি ল্যাম্পস। বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৭৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪৫টি কোম্পানির, দর কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ড্রাগন সোয়েটার, কেয়া কসমেটিকস, বিএসআরএম লিমিটেড, রিজেন্ট টেক্সটাইল, এমারেল্ড ওয়েল, লাফার্জ সুরমা সিমেন্ট, ন্যাশনাল ফিড মিলস লিমিটেড, সামিট পাওয়ার, স্কয়ার ফার্মা ও বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড।
×