ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিডিবিএলকে নিরাপত্তা জোরদারের নির্দেশ

প্রকাশিত: ০২:১৪, ২৩ মার্চ ২০১৬

সিডিবিএলকে নিরাপত্তা জোরদারের নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের পুঁজিবাজারের ইলেক্ট্রনিক শেয়ার সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) শেয়ারের তথ্য সংরক্ষণে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে সিডিবিএল সিস্টেম ও অপারেশন যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া মনিটরিং ব্যবস্থা জোরদারের পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়টি অবহিত করার জন্য নির্দেশ দিয়েছে কমিশন। গত ২২ মার্চ সিডিবিএলের চেয়ারম্যানের কাছে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। চিঠিতে উল্লেখ করা হয়, সিডিবিএল ইলেক্ট্রনিক পদ্ধতিতে শেয়ার বা সিকিউরিটিজের হিসাব সংরক্ষণ ও রক্ষনাবেক্ষণের দায়িত্বে রয়েছে। প্রতিষ্ঠানটির নিরাপত্তার স্বার্থে সাইবার নিরাপত্তা জোরদার করে যথাযথ মনিটরিং অব্যাহত রাখা জরুরি, যাতে সিস্টেম ও অপারেশন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। তাই সাইবার নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সচেতনতা ও মনিটরিং জরুরি। এ প্রেক্ষাপটে সিডিবিএলের সাইবার নিরাপত্তায় নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ কমিশনকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। গত বছরের ২০ নবেম্বর সিডিবিএলের উপর তদন্ত কার্যক্রম শেষ করে বেশ কিছু সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দিয়েছে বিএসইসি। ওইসব নির্দেশনার মধ্যে সিডিবিএলের ভৌত ও তথ্য নিরাপত্তা এবং গোপনীয়তার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন, মনিটরিং ও নিয়ন্ত্রণের জন্য পৃথক একটি বিভাগ স্থাপনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
×