ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইউপি নির্বাচনে অনিয়ম হওয়ায় ওয়ার্কার্স পার্টির তীব্র নিন্দা

প্রকাশিত: ০১:৫০, ২৩ মার্চ ২০১৬

ইউপি নির্বাচনে অনিয়ম হওয়ায় ওয়ার্কার্স পার্টির তীব্র নিন্দা

স্টাফ রিপোর্টার ॥ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেশের বিভিন্নস্থানে অনিয়ম হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। বুধবার ১৪ দলের অন্যতম শরিক এই দলের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে বরিশাল জেলার আগরপুর, কেদারপুর ১নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর মাধবপাশা ও উজিরপুরে উপজেলা হারতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারচুপি, কেন্দ্র দখল, প্রার্থী ও সমর্থকদের মারপিট, বাড়িঘর পুড়িয়ে দেয়া ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। ইউনিয়ন পরিষদের প্রথম পর্যায়ের নির্বাচন উত্তর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লংঘনের চরম প্রকাশ ঘটেছে এই নির্বাচনে। উজিরপুর উপজেলার হারতা ইউনিয়ন পরিষদ নির্বাচন নৌকা প্রতীকে প্রার্থী কর্তৃক নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে ব্যাপক মারপিট, প্রকাশ্যে ভোট কেন্দ্র দখল করেছে। ঐ নির্বাচনের প্রিজাইডিং অফিসার হাতুড়ী প্রতীকের প্রার্থীর এজেন্টদের কাগজ গ্রহণ না করে বুথ থেকে বের করে দেয়। এছাড়াও বাবুগঞ্জ উপজেলার ১নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ও আগরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনেও একই কায়দায় নৌকা প্রতিকের প্রার্থী কর্তৃক জোর পূর্বক ভোট কেন্দ্র দখল, প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের এজেন্টদের কেন্দ্র থেকে তাড়িয়ে দিয়ে সিল মারার উৎসব করেছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন কেন্দ্র দখলদার ও সন্ত্রাসীদের পক্ষে ভূমিকা পালন করেছে। এই সকল ক্ষেত্রে জেলা নির্বাচন কর্মকর্তা বা নির্বাচন কমিশনে জানিয়েও কোন প্রতিকার পাওয়া যায়নি। বিবৃতিতে তিনি ঐ সকল ইউনিয়ন পরিষদের নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।
×