ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কক্সবাজারের ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে

প্রকাশিত: ২৩:৫৯, ২৩ মার্চ ২০১৬

কক্সবাজারের ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে

স্টাফ রিপোর্টার ॥ মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজারের মহেশখালী উপজেলার সালামত উল্লাহ খানসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে মামলার পলাতক আসামিদের বিষয়ে প্রতিবেদন দিতে প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে এ মামলার পরবর্তী আদেশের জন্য আগামী ২৫ মে দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এসময় রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত। অপরদিকে আসামি সালামত উল্লার পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান ও তারিকুল ইসলাম।
×