ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মাদারীপুরের শিবচরে ১৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত

প্রকাশিত: ১৮:২৯, ২৩ মার্চ ২০১৬

মাদারীপুরের শিবচরে ১৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরণের কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই মঙ্গলবার শান্তিপূর্ন পরিবেশে শিবচরের ১৬ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার অনুষ্ঠিত ৬ ইউনিয়নের প্রতিদ্বন্দ্বিতা পূর্ন নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীরাই বিপুল ভোটের ব্যাবধানে নির্বাচিত হন। বে-সরকারীভাবে নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- বাঁশকান্দি-মোঃ আবুল বাশার মিয়া, পাঁচ্চর-মোঃ দেলোয়ার হোসেন হাওলাদার, চরজানাজাত-মোঃ বজলুর রহমান সরকার, দ্বিতীয়াখন্ড-মাহফুজুল করিম তালুকদার (মাসুম). শিবচর- মোঃ রাজন মাদবর, কাঠালবাড়ি- মোহসেনউদ্দিন সোহেল বেপারী। অপরদিকে ইতোপূর্বে উপজেলার ১০ ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। এরা হলেন- মাদবরচর ইউনিয়নে চৌধুরী সুলতান মাহমুদ, কুতুবপুর-মোঃ আতিকুর রহমান, ভান্ডারীকান্দি-শওকত হোসেন নান্নু, কাদিরপুর-বিএম জাহাঙ্গীর হোসেন, বহেরাতলা (দক্ষিণ)-অলিউল্লাহ খালাসী, বহেরাতলা (উত্তর) মোঃ জাকির হোসেন (হায়দার), নিলখী-মোঃ ওয়াসিম মিয়া, শিরুয়াইল, আতিকুর রহমান (মুরাদ হাওলাদার), দত্তপাড়া-মুরাদ মিয়া ও বন্দরখোলা- নিজামউদ্দিন বেপারী। জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরণের পদক্ষেপ গ্রহণ করা হয়। পুলিশ, বিজিবি, র‌্যাব, ম্যাজিস্ট্রেটসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নির্বাচনে কাজ করে। এছাড়াও মাঠে ভ্রাম্যমান আদালতের ৮টি টিম সার্বক্ষণিক কাজ করে।’
×