ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন রাশিয়ান তারকা, আবারও টেনিস কোর্টে ফেরার প্রত্যয়

শারাপোভার বড় ভুল

প্রকাশিত: ০৬:৪১, ২৩ মার্চ ২০১৬

শারাপোভার বড় ভুল

স্পোর্টস রিপোর্টার ॥ ডোপ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে শনিবার থেকে টেনিস থেকে নিষিদ্ধ হচ্ছেন মারিয়া শারাপোভা। নিষিদ্ধ মেলডোনিয়াম সেবনের কারণেই এই পরিণতির শিকার হলেন রুশ সুন্দরী। আর এটাকে তার বড় ভুল বলে মন্তব্য করেছেন দুইবারের উইম্বল্ডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা। এ বিষয়ে চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা বলেন, ‘আমরা আমাদের শরীরে কী নিচ্ছি তা সবারই জানা উচিত। আর শারাপোভা যা করেছে তা অনেক বড় ভুল এবং সে তার দায়বদ্ধতাও নিয়েছে।’ শারাপোভার সুদীর্ঘ ক্যারিয়ারে শক্তিশালী প্রতিপক্ষ ছিলেন সেরেনা উইলিয়ামস। অথচ কঠিন সময়ে সেরেনা উইলিয়ামসকে পাশে পেলেন মারিয়া শারাপোভা। ড্রাগ পরীক্ষায় ব্যর্থ শারাপোভাকে নিয়ে যখন নেতিবাচক মনোভাব দেখাচ্ছে টেনিস বিশ্ব। তখন সেরেনা বলছেন, ‘ড্রাগ টেস্টে ব্যর্থ হয়ে শারাপোভা দায় স্বীকার করে নিলেন। এটা অবশ্যই সাহসী কাজ। খবরটি শুনে মোটামুটি সবাই অবাক ও বিস্মিত হয়েছিলেন। তবে এটা সুখের কথা তিনি শারাপোভা সততা দেখালেন।’ পোল্যান্ডের এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা বলছেন, ‘এটা টেনিসের জন্যই দুঃখের দিন। যা কেউই প্রত্যাশা করেনি। এখন সবাই অপেক্ষা করছি দেখা যাক শেষ পর্যন্ত কী ঘটে।’ তবে শারাপোভার এমন ঘটনায় প্রবল সমালোচনা করেছেন আমেরিকার সাবেক টেনিস তারকা জেনিফার ক্যাপ্রিয়াতি। ড্রাগ পাপে নিষেধাজ্ঞা নিয়ে ক্যারিয়ার শেষ হয়েছিল যার। এবার শারাপোভার ঘটনার প্রতিক্রিয়ায় ক্যাপ্রিয়াতি বলেন, ‘এটা খুবই রাগ উদ্রেগ করার মতো ঘটনা। আমার কাছে দামী ডাক্তাররা ছিলেন না যারা আমাকে আইনের ফাঁকফোকর গলে নিষিদ্ধ ওষুধ সেবনের পরামর্শ দিতেন।’ মহিলা টেনিসের আরেক শীর্ষ তারকা ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি বলেন, ‘একজন ক্রীড়াবিদ হিসেব ওষুধ সেবনে আপনাকে সবসময়ই সতর্ক থাকতে হবে। এমনকি কফ সিরাপ বা নাকের ড্রপ ব্যবহারের আগেও আপনার জানা উচিত এতে নিষিদ্ধ কোন ওষুধ রয়েছে কি না।’ মহিলা টেনিসের আন্তর্জাতিক সংস্থার (ডব্লিউটিএ) প্রধান স্টিভ সিমন বলেন, ‘এটা খুবই হতাশাজনক। শারাপোভাকে আমরা একজন সৎ ও দায়িত্বশীল এ্যাথলেট হিসেবেই চিনতাম।’ গত সপ্তাহে সংবাদ সম্মেলন করে শারাপোভা জানান, বিশ্ব ডোপিং এজেন্সির (ওয়াডা) পরীক্ষায় উতরাতে ব্যর্থ হয়েছেন তিনি। মূলত গত ১০ বছর ধরে মেলডোনিয়াম ওষুধ গ্রহণ করছিলেন তিনি। যা ওয়াডা এই ওষুধ নিষিদ্ধ করে গত ডিসেম্বরে। তবে এই দুঃসময়ে ভক্ত-অনুরাগীদের সমবেদনা এবং সীমাহীন ভালবাসা পেয়েছেন মাশা। সে জন্য সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রথমবারের মতো মুখ খুলে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শারাপোভা। এ বিষয়ে নিজের ফেসবুক পেজে তিনি লিখেন, ‘ই মুহূর্তে আপনাদের সাড়া পেয়ে আমি খুবই গর্বিত। আমার ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আপনারা আমার প্রতি যে সমর্থন এবং দায়বদ্ধতার কথা জানিয়েছেন তাতে সত্যিই কৃতজ্ঞ। আমি বলতে চাই যে, আপনাদের এই চমৎকার শব্দগুলোই আমার মুখে হাসি ফুটিয়েছে। আমি আবারও খেলতে চাই।
×