ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি ॥ পাঁচ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ২১:১৮, ২২ মার্চ ২০১৬

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি ॥  পাঁচ লাখ টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে স্ত্রী আমেনা আক্তার ডলি নামে যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে স্বামী মো. শাহজাহান ব্যাপারী প্রকাশ খোকন নামে ঘাতক স্বামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দন্ডাদেশ দেয়া হয়েছে। একই সঙ্গে আসামীর পাঁচ লাখ টাকার জরিমানা আদায়ের আদেশ দেয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন অতিরিক্ত ট্রাইবুনালের বিচারক মো. সাইদুর রহমান গাজী দীর্ঘ শুনানী শেষে সাক্ষ্য প্রমানে দোষী সাব্যস্ত করে আসামীর বিরুদ্ধে এ রায় প্রদান করেন। আদালত সূত্র ও আদালতের স্পেশাল পিপি এ্যাডভোকেট আবুল বাশার জানান, ২০০০ সালের ৫ডিসেম্বর সকালে ডলির ঘাতক স্বামী মো. শাহজাহান ব্যাপারী প্রকাশ খোকন জেলার রায়পুর উপজেলার দিঘলদী গ্রামে নিজ বাড়ীতে যৌতুকের দাবীতে তাকে পিটিয়ে হত্যা করে। এ সময় ব্যাপক পিটুনীতে নিহতের মাথার মগজ পর্যন্ত বের হয়ে যায়। পরে ডলির মা ওম্মে কুলসুম নিজে বাদী হয়ে রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একমাত্র আসামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যার নং-৪,৫/১২/২০০০। আদালত সূত্র জানায়, বর্তমানে আসামী পলাতক রয়েছে।
×