ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্ব পানি দিবস আজ ॥ মূল প্রতিপাদ্য ‘জল ও জীবিকা’

প্রকাশিত: ০৫:৫২, ২২ মার্চ ২০১৬

বিশ্ব পানি দিবস আজ ॥ মূল প্রতিপাদ্য ‘জল ও জীবিকা’

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব পানি দিবস আজ। দিবসটি কেন্দ্র করে হাতে নেয়া হয়েছে নানা কর্মসূচী। এবারের পানি দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘জল ও জীবিকা’। সরকারী বেসরকারিভাবে দিবসটিকে পালন করা হবে। সূত্র জানিয়েছে, এবারের পানি দিবসে পানি সম্পর্কে জানা, পানি সম্পর্কিত কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়া ও প্রয়োজনীয় নীতিমালা অনুসরণে একটি সুষ্ঠু পরিবর্তনের উদ্দেশে, প্রতিবছর আন্তর্জাতিকভাবে দিবসটি পালন করা হচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে পানির ভূমিকাকে গুরুত্ব দিয়ে প্রতি বছর এই দিবসটি বিভিন্ন কর্মকা-ের মাধ্যমে উদযাপন করা হয়। উন্নয়ন অগ্রযাত্রায় পানির সঙ্গে সম্পর্কিত কাজের স্বীকৃতিকে গুরুত্ব দিয়ে ২০১৬ সালের বিশ্ব পানি দিবসের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘জল ও জীবিকা’। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর, ঢাকা ওয়াসা, পলিসি সাপোর্ট ইউনিট, ইউনিক, ইউনিসেফ, বিশ্বব্যাংক, ওয়াটার সাপ্লাই এ্যান্ড স্যানিটেশন কোলাবরেটিভ কাউন্সিল (ডব্লিউএসএসসিসি) বাংলাদেশ ওয়াশ এ্যালায়েন্স এবং এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের যৌথ উদ্যোগে বিশ্ব পানি দিবস ২০১৬-এর প্রতিপাদ্যকে কেন্দ্র করে দেশব্যাপী বিভিন্ন কার্যক্রম আয়োজন বাস্তবায়ন করা হবে। দিবসটি উদযাপনের অংশ হিসেবে আজ সকাল নয়টায় জনস্বাস্থ্য প্রকৌশল অডিটরিয়ামে ‘জল জীবিকার স্বীকৃতি’ শিরোনামে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকার কথা রয়েছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ড. আনোয়ার জাহিদ, ডেপুটি ডিরেক্টর, বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড। অনুষ্ঠানটির ওয়ার্কিং সেশনের সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. আইনুন নিশাত, প্রফেসর ইমেরিটাস, ব্র্যাক বিশ্ববিদ্যালয়। এছাড়া জেলা ও বিভাগীয় পর্যায়ে সংশ্লিষ্ট সরকারী, বেসরকারী সংস্থা ও স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়ে দেশের সব জেলায় সিম্পোজিয়াম ও র‌্যালি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ সভায় প্রতিবছর ২২ মার্চ দিনটিকে আন্তর্জাতিক পানি দিবস হিসেবে স্বীকৃতি দেয়া হয় ১৯৯৩ সালে। সেই থেকে বিশ্বের বিভিন্ন দেশ এই দিনটি গুরুত্বের সঙ্গে উদযাপন করে যাচ্ছে।
×