ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নওগাঁর সাপাহারে রাস্তার নির্মান কাজ বন্ধ ॥ নির্মান সামগ্রী আটক

প্রকাশিত: ০০:১৮, ২১ মার্চ ২০১৬

নওগাঁর সাপাহারে রাস্তার নির্মান কাজ বন্ধ ॥ নির্মান সামগ্রী আটক

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর সাপাহারে নিন্মমানের নির্মান সামগ্রী দিয়ে রাস্তা নির্মান করায় এক ঠিকাদারের রাস্তা নির্মান কাজ বন্ধসহ বিপুল পরিমান নিন্মমানের নির্মান সামগ্রী আটক করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মুনিরুজ্জামান ভূঞাঁ উপজেলার জবই গ্রাম থেকে সীমান্তবর্তী পাতাড়ী পর্যন্ত নির্মানাধীন রাস্তার তিলনী গ্রামের ফাঁকা মাঠের মধ্যে লুকিয়ে রাখা ওই সামগ্রীগুলি উদ্ধার করেন। জানা গেছে, আজগর আলী নামে ওই রাস্তার ঠিকাদার রাস্তা নির্মানে নিন্মমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মানের কাজ করছেন। এমন গোপন সংবাদ পেয়ে নির্বাহী অফিসার বিকেলে ওই রাস্তায় এক অভিযান পরিচালনা করে তিলনী গ্রামের একটি ফাঁকা মাঠে লুকায়িত অবস্থায় নিন্মমানের ৫০ড্রাম বিটুমিন উদ্ধার করে থানায় জমা দেন। সেই সঙ্গে এর সঠিক ব্যবস্থা না হওয়া পর্যন্ত ওই রাস্তার নির্মান কাজ বন্ধ করে দেন।
×