ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ২৬ শতাংশ

প্রকাশিত: ২৩:২৫, ২১ মার্চ ২০১৬

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ২৬ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ একদিনের সূচকের পতনের পরে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সোমবার উত্থানে শেষ হয়েছে লেনদেন। তালিকাভুক্ত কোম্পানিগুলোর বেশিরভাগের দর বাড়ার কারণে দিনটিতে বিনিয়োগকারীদের অংশগ্রহণও বেড়েছে। সেখানে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ২৬ দশমিক ৪২ শতাংশ। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে মিশ্র ধারায়। তবে রবিবারের তুলনায় দিনটিতে লেনদেন ঢাকার বাজারে বাড়লেও কমেছে অপর বাজারে তা কমেছে। উভয় স্টক একচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, সকালে দরবৃদ্ধির প্রবণতা দিয়ে শুরুর পরে ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩০ কোটি টাকার শেয়ার। যা আগের দিনের তুলনায় ৯০ কোটি টাকা বা ২৬ দশমিক ৪২ শতাংশ বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৪০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫১টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির শেয়ার দর। সকালে সূচকের উর্ধমুখী প্রবণতা দিয়ে শুরুর পরে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৪২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৯১ পয়েন্টে। একইসঙ্গে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৭৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ৭৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।
×