ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফিন্যান্স ও ব্যাংকিং

প্রকাশিত: ০৪:০৯, ২১ মার্চ ২০১৬

ফিন্যান্স ও ব্যাংকিং

১. ব্যবসায় পতিষ্ঠানে ঝুঁকির সৃষ্টি হয় কোথা থেকে? ক) বিনিয়োগ থেকে খ) ব্যবসায় থেকে গ) বিচ্যুতি থেকে ঘ) গড়মিল থেকে ২. কেন্দ্রীয় ব্যাংক যখন প্রথম প্রতিষ্ঠিত হয় তখন এর প্রধান কাজ ছিল- র. নোট ও মুদ্রার প্রচলন রর. সরকারের পক্ষে অর্থ সংগ্রহ ররর. হিসাব সংরক্ষণ ও জমা রাখা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩. ঝগঝ-এর মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করলে তাকে কী বলা হয়? ক) কল সেন্টার খ) ফোন ব্যাংকিং গ) ঝগঝ ব্যাংকিং ঘ) ইন্টারনেট ব্যাংকিং ৪. রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংককে কেন সরকারি ব্যাংক বলা হয়? ক) অর্ধ-সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত খ) সম্পূর্ণভাবে সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত গ) বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ঘ) শুধুমাত্র সরকারি লোকের ব্যবহারযোগ্য বলে ৫. মেয়াদকাল বা বছর সংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয়? ক) স খ) হ গ) র ঘ) চঠ ৬. বন্ধকী ব্যাংক কোন ধরনের ঋণ প্রদান করে থাকে? ক) স্বল্পমেয়াদি খ) মধ্যমেয়াদি গ) দীর্ঘমেয়াদি ঘ) চিরস্থায়ী ৭. কোম্পানিসমূহ ডিবেঞ্চার হোল্ডারদের নির্দিষ্ট হারে কী প্রদান করে? ক) সম্পদ খ) সুদ গ) লভ্যাংশ ঘ) বন্ড ৮. ব্যাংকের সাফল্য অনেকাংশে নির্ভর করে কোন নীতির ওপর? ক) তারল্য নীতি খ) সুনামের নীতি গ) দক্ষতার নীতি ঘ) মিতব্যয়িতার নীতি ৯. ব্যবসায় লোকসান হলে ব্যক্তিগত সম্পত্তি হতে ক্ষতিপূরণ করা হয় কোন ব্যবসায়ে? ক) কোম্পানি ব্যবসায় খ) সমবায় ব্যবসায় গ) একমালিকানা ব্যবসায় ঘ) যৌথমূলধনী ব্যবসায় ১০. বাণিজ্যিক স্বার্থে পরিচালিত হয় বিধায় মুনাফা অর্জনই বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য। এ লক্ষ্যে মুখ্য ভুমিকা পালন করে- র. আমানত গ্রহণ ও মূলধন গঠন রর. ঋণদান ও বিনিময় বিল বাট্টাকরণ ররর. শেয়ার ও সিকউরিটি ক্রয় বিক্রয় নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১১. মি. শামিম তার বইয়ের দোকানে একটি ফটোকপি মেশিন ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করেছন। এটি কী ধরণের সিদ্ধান্ত ? ক) আয় সিদ্ধান্ত খ) অর্থায়ন সিদ্ধান্ত গ) বিনিয়োগ সিদ্ধান্ত ঘ) মুনাফা সিদ্ধান্ত ১২. মি. জিয়া একটি প্রকল্পে ১,০০০ টাকা ৫ বছরের জন্য বিনিয়োগ করেছেন। ৮% হারে দ্বিমাসিক চক্রবৃদ্ধিতে প্রকৃত সুদের হার কত হবে? ক) ২৮.০৮% খ) ৩৮.১২% গ) ৪৮.২০% ঘ) ৫৮.৬৯% ১৩. ইন্টারনেট ব্যাংকিংয়ের সুবিধা হলো- র. ঘরে বসে তহবিল স্থানান্তর করা রর. হিসাবের বিবরণী জানা যায় ররর. বিল প্রদান করা যায় নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১৪. কোনো নিরক্ষর ব্যক্তি ব্যাংকে হিসাব খুলতে চাইলে তাকে ব্যাংক ম্যানেজারের সম্মুখে কী করতে হয়? ক) মৌখিক সম্মতি প্রদান করতে হয় খ) টিপসই দিতে হয় গ) বৃদ্ধাঙ্গুলির ছাপ হিতে হয় ঘ) বামহাতের বৃদ্ধাঙ্গুলির ছাপ বা টিপসই দিতে হয় ১৫. বাণিজ্যিক ব্যাংকের বিশেষ উদ্দেশ্য কী? ক) মুনাফা অর্জন খ) জনকল্যাণ গ) বিনিয়োগ বৃদ্ধি ঘ) মূলধন গঠন ১৬. সরকারি অর্থায়নে আলোচিত বিষয় হলো- র অর্থ সংগ্রহের উৎস নির্ধারণ রর বাৎসরিক ব্যয় নিরূপণ ররর বাট্টা হার নির্ধারণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৭. ব্যাংক মালিকের বিনিয়োগ তখনই সার্থক যখন- র. তাদের বিনিয়োগে দেশে উৎপাদন বৃদ্ধি পায় রর. জনগণের উদ্দেশ্যে তারা শেয়ার বিক্রয় করে ররর. তাদের বিনিয়োগে জাতীয় আয় বৃদ্ধি পায় নিচের কোনটি সঠিক? ক) র ও ররর খ) র গ) রর ঘ) ররর ১৮. ‘কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ব্যাংকিং সমাজের নেতা, রাজা ও সূর্য সবকিছু । নেতার মতো ব্যাংকিং রাজত্ব শাসন করে এবং সূর্যের মতো (অর্থ ও মুদ্রাবাজারে) জগতে আলো ও শক্তি দেয়।’- সংজ্ঞাটি কে দিয়েছেন? ক) অধ্যাপক সেয়ার্স খ) অধ্যাপক কিসচ গ) ড. এস. এন. সেন ঘ) অধ্যাপক এলকিন ১৯. ঝুঁকি বন্টনের নীতি অনুসরণের মাধ্যমে কোন পরিস্থিতিতেও প্রত্যাশিত মুনাফা অর্জন সম্ভব? ক) আকস্মিক দুর্ঘটনার ক্ষেত্রে খ) প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে গ) অনিশ্চিত বাজারের ক্ষেত্রে ঘ) রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ক্ষেত্রে ২০. জাতীয় আয় বৃদ্ধিতে প্রত্যক্ষ ভূমিকা রাখে- র সফল বিনিয়োগ রর অর্থায়ন পরিকল্পনা ররর দীর্ঘমেয়াদি ঋণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২১. আমানতকারী ব্যাংকে টাকা জমা দিলে বা তার কোনো পাওনা হলে ব্যাংক উক্ত হিসাবে কী করে? ক) অর্থ যোগ বা ক্রেডিট করে খ) বিয়োগ বা ডেবিট করে গ) ডেবিট ক্রেডিট উভয় করে ঘ) যোগ বা বিয়োগ কোনোটিই করে না ২২. অধিক বা স্বল্প হলে অর্থনীতির ওপর কিরূপ প্রভাব পড়বে? ক) মুদ্রাস্ফীতি বা মুদ্রাসংকোচন ঘটবে খ) বৃদ্ধি দ্বারা ভোগের পরিমাণ বাড়বে গ) উৎপাদান ও ভোগের সমতা আসবে ঘ) সামগ্রিক ভারসাম্য বিঘ্নিত হবে ২৩. একটি প্রকল্পে অর্থ বিনিয়োগের জন্য অন্য কোনো প্রকল্পের অর্থ বিনিয়োগের সুযোগ ত্যাগ করাকে কী বলে? ক) সুযোগ ব্যয় খ) প্রকল্প মূল্যায়ন গ) উৎপাদন ব্যয় ঘ) বিনিয়োগ ব্যয় ২৪. বাণিজ্যিক ব্যাংকের অন্যতম উদ্দেশ্য কী? ক) অর্থনৈতিক স্থিতিশীলতা খ) সঞ্চয় প্রবণতা সৃষ্টি গ) নিরাপত্তা প্রদান ঘ) শিল্প ও বাণিজ্যিক উন্নয়ন ২৫. টেলেক্স বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের করচ? ক) পরিবহন করচ খ) যোগাযোগ খরচ গ) অফিস খরচ ঘ) প্রত্যক্ষ মজুরি খরচ ২৬. নতুন ব্যাংক প্রতিষ্ঠায় কেন্দ্রীয় ব্যাংকের করণীয় হলো- র. ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি প্রদান রর. ব্যাংকে অর্থ প্রদান ররর. ব্যাংককে তালিকাভুক্তকরণের কাজ নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ২৭. বেশিরভাগ প্রতিষ্ঠানই সাধারণত কয়টি উৎস ব্যবহার করে থাকে? ক) দুটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি ২৮. জনগণ ব্যাংকের নিকট মূল্যবান সামগ্রী জমা রাখে কেন? ক) বৃদ্ধির লক্ষ্যে খ) জামানতের লক্ষ্যে গ) নিরাপত্তার লক্ষ্যে ঘ) বিনিময়ের লক্ষ্যে ২৯. আধুনিক বাণিজ্যিক ব্যাংক সর্বদা কোন কাজে তৎপর থাকে? ক) অধিক সেবা প্রদানে খ) অধিক মুনাফা অর্জনে গ) মূলধন গঠনে ঘ) সঞ্চ সংগ্রহে ৩০. ইলেকট্রনিক ব্যাংকিংয়ের পণ্য ও সেবার অন্তর্ভুক্ত হল- র. এটিএম রর. ইন্টারনেট ব্যাংকিং ররর. কল সেন্টার নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩১. সরকার এবং রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য কয়টি? ক) ৭ টি খ) ৬ টি গ) ৫ টি ঘ) ৪ টি ৩২. সরকারকে অর্থ ব্যয় করতে হয়- র রাস্তাঘাট নির্মাণে রর সরকারি প্রতিষ্ঠানে ররর বেসরকারি প্রতিষ্ঠানে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর���� গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৩. একটি প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্যে যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে তাকে কী বলে? ক) পারিবারিক অর্থায়ন খ) সমবায় অর্থায়ন গ) সরকারি অর্থায়ন ঘ) ব্যবসায় অর্থায়ন ৩৪. শেয়ার বিক্রয়ের মাধ্যমে সয়গৃহীত তহবিলের ক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপকের জন্য গুরূত্বপূর্ণ বিবেচ্য বিষয় হচ্ছে- র প্রত্যাশিত হারে মুনাফা অর্জন রর লভ্যাংশ পরিমাণ সুদ প্রদান ররর নির্দিষ্ট পরিমাণ সুদ প্রদান নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর�� ঘ) র, রর ও ররর ৩৫. ব্যবসায় প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারীদের প্রত্যাশিত ও প্রাপ্ত ফলাফলের মধ্যে থাকে- র. গরমিল রর. বিচ্যুতি ররর. অনিশ্চয়তা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৬. কোনটি হোসেন আলীর খামার স্থাপনে ঝুঁকির সৃষ্টি করেছে? ক) বিচ্যুতি খ) অনিশ্চয়তা গ) পরিবেশ ঘ) ব্যর্থতা ৩৭. সঠিক সিদ্ধান্ত হবে- র. বেশি বিচ্যুতি অধিক ঝুঁকি রর. কম বিচ্যুতি কম ঝুঁকি ররর. কম বিচ্যুতি বেশি ঝুঁকি নিচের কোনটি সঠিক? ক) রর ও রর খ) র ও ররর গ) র ও রর ঘ) র, রর ও ররর ৩৮. লিজ নেয়ার বিপরীতে লিজিং কোম্পানিকে কী পরিশোধ করতে হয়? ক) ভাড়া খ) সুদ গ) কর ঘ) মুনাফা উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: জনাব নোবেল একটি বেসরকারি জাহাজ কোম্পানিতে চাকরি করেন। * তিনি তার সঞ্চিত টাকা সোনালী ব্যাংকে সঞ্চয়ী হিসাবে রাখতে চান। এক্ষেত্রে সুদের হার শতকরা ৮ ভাগ। কিস্তু তাঁর স্ত্রী মৌ তাকে জানাল তার বাবার বাড়ির পার্শ্ববর্তী এলাকায় জমির মূল্য দশ বছরে দ্বিগুণ হবে। তাই তিনি ব্যাংকে টাকা না রেখে জমি কেনার পক্ষপাতী। ৩৯. ব্যবসায় পতিষ্ঠানে ঝুঁকির সৃষ্টি হয় কোথা থেকে? ক) বিনিয়োগ থেকে খ) ব্যবসায় থেকে গ) বিচ্যুতি থেকে ঘ) গড়মিল থেকে ৪০. কেন্দ্রীয় ব্যাংক যখন প্রথম প্রতিষ্ঠিত হয় তখন এর প্রধান কাজ ছিল- র. নোট ও মুদ্রার প্রচলন রর. সরকারের পক্ষে অর্থ সংগ্রহ ররর. হিসাব সংরক্ষণ ও জমা রাখা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: ১. (গ) ২. (ঘ) ৩. (গ) ৪. (খ) ৫. (খ) ৬. (গ) ৭. (খ) ৮. (গ) ৯. (গ) ১০. (ঘ) ১১. (ক) ১২. (ঘ) ১৩. (ঘ) ১৪. (ঘ) ১৫. (ঘ) ১৬. (ক) ১৭. (ক) ১৮. (গ) ১৯. (গ) ২০. (ক) ২১. (ক) ২২. (ঘ) ২৩. (ক) ২৪. (গ) ২৫. (খ) ২৬. (খ) ২৭. (ক) ২৮. (গ) ২৯. (ঘ) ৩০. (ঘ) ৩১. (গ) ৩২. (ক) ৩৩. (ঘ) ৩৪. (ক) ৩৫. (ক) ৩৬. (ক) ৩৭. (গ) ৩৮. (ক) ৩৯. (গ) ৪০. (ঘ)
×