ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে দু’জনের মৃত্যু

প্রকাশিত: ০০:৫৩, ২০ মার্চ ২০১৬

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে দু’জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কারওয়ানবাজার ও বনানীতে ট্রেনে কাটা পড়ে দু’জনের মৃত্যু হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে পৌনে ৮টার দিকে কাওরনবাজার কাটপট্রি সংলগ্ন রেল লাইন পার হচ্ছিলেন জহিরুল ইসলাম (৩২)। এ সময় ঢাকাগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে জহিরুল গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এদিকে একই সময় রাজধানীর বনানী রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে শামিম আহম্মেদ (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ জানান, রবিবার সকাল ৮টার দিকে বনানী রেলওয়ে স্টেশনে কমলাপুর থেকে জয়দেপুরগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই শামিম আহম্মেদেও মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ট্রেনের যাত্রীরা বনানী স্টেশন অফিস ভাঙচুর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। তার কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। পরে পৃর্থকস্থান থেকে ওই দু‘টি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
×