ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাথরঘাটায় ২ দিন ব্যাপী ঠাকুর অনুকূল চন্দ্রের ১২৮তম জন্ম বার্ষিকী পালিত

প্রকাশিত: ২২:১৩, ২০ মার্চ ২০১৬

পাথরঘাটায় ২ দিন ব্যাপী ঠাকুর অনুকূল চন্দ্রের ১২৮তম জন্ম বার্ষিকী পালিত

সংবাদদাতা,পাথরঘাটা,বরগুনা ॥ প্রতি বছরের ন্যায় বরগুনার পাথরঘাটায় এ বছরও যথাযোগ্য মর্যদায় ২ দিন ব্যাপী যুগপুরুষোত্তম্ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১২৮তম জন্ম বার্ষিকী পালিত হচ্ছে স্থানীয় সার্বজনীন কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দিরে।রবিবার সকাল ৬ টা ৫ মি: প্রাত কালিন বিনতি প্রার্থনার মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা হয়।বেলা ১১টায় ঠাকুরের ছবি সম্বলিত ব্যানার ও ব্যান্ডপার্টি নিয়ে ঠাকুরে শিষ্য ও ভক্তানুরাগীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করেন। দুপুরে আগত ভক্তদের মাঝে আনন্দ বাজারের প্রসাদ বিতরন করেন উৎসব কমিটির আয়োজক বৃন্দ।বিকাল ৩ টায় জাতী গঠনে মায়েদের ভুমিকা এর ওপড় ভিত্তিকরে মাতৃ সম্মেলন।মাতৃ সম্মেলন পরিচালনা করেন মুক্তা হাওলাদার (মনি)। সন্ধা ৬টা ৭ মি: সমবেত বিনতি প্রার্তনা। বিভিন্ন অঞ্চল থেকে আগত শিল্পীদের সমন্নয়ে পরমদয়াল ঠাকুর অনুকূল চন্দ্রের ওপড় ভিত্তিকরে ভক্তিমূলক সংগীত সন্ধা। রাত ৮ টায় ধর্মালোচনা সভা। সভায় পৌরহিত্য করেন কুয়াকাটার মম্বিপাড়া সৎসঙ্গ কেন্দ্রের সভাপতি শ্রী সুধন্য কর্মকার গোসাই।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা থেকে আগত প্রদীপ কুমার মন্ডল সহ.প্রতি.ঋত্বিক,বরিশাল থেকে আগত প্রকৌশলী অমল রায় সহ.প্রতি.ঋত্বিক, সাতক্ষিরা থেকে আগত কালিপদ মন্ডল সহ.প্রতি. ঋত্বিক,পিরোজপুর থেকে আগত শ্রী নিবাস কর্মকার সহ.প্রতি.ঋত্বিক এবং ঢাক থেকে আগত এড্ভোকেট ঝন্টু ওঝা। রাতে পদাবলী কীত্তর্ন পরিবেশনায় গোপালগঞ্জ থেকে আগত মা যশোদা সম্প্রদায়। সোমবার দিনভর বিভিন্ন অনুষ্ঠান সন্ধায় বিনতিপ্রার্থনা, ভক্তিমূলক সংগীত অনুষ্ঠান,পদাবলী কীর্ত্তনশেষে উপস্থিত ভক্তদের মাঝে আনন্দ বাজারের প্রসাদ বিতরনের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে।
×