ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে রামগতিতে আ‘লীগ ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত-১০

প্রকাশিত: ২১:২৯, ২০ মার্চ ২০১৬

লক্ষ্মীপুরে রামগতিতে আ‘লীগ ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত-১০

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরের রামগতির চর পোড়াগাছা ইউপি নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ফাঁকা গুলি করে আতংক সৃষ্টি করা হয়। শানিবার রাতে রামগতি উপজেলার স্থানীয় কোডেক বাজারে বিদ্রোহী প্রার্থীর পথসভায় হামলার পর এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অপরদিকে একই দিন বিকেলে ওই ইউনিয়নের নতুন বাজার এলাকায় অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। বর্তমানে এ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতরা হচ্ছেন, ফয়েজ আহম্মদ, মোহাম্মদ, সাইফুল ইসলাম, মো: লিমন, নোমান, রাশেদ, সাহাবুদ্দিন, মনির হোসেনসহ অন্তত ১০ জন। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
×