ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীর উন্নয়নে দশ দফা বাস্তবায়নের দাবি

প্রকাশিত: ২১:০৮, ২০ মার্চ ২০১৬

রাজশাহীর উন্নয়নে দশ দফা বাস্তবায়নের দাবি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আগামী জাতীয় বাজেটে রাজশাহী অঞ্চলের উন্নয়নে প্রয়োজনীয় প্রকল্প অন্তর্ভুক্তসহ ১০ দফা দাবি জানিয়েছে সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা পরিষদ। রবিবার বেলা ১০ টা থেকে নগরীর গণকপাড়া মোড়ে অনুষ্ঠিত জনসভা থেকে এসব দাবি তুলে ধরা হয়। রাজশাহীর মানুষের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, আইনজীবী সমিতির সভাপতি নাজমুস সাদাত, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মণি, রাবির শিক্ষক ড. সুজিত সরকার, প্রকৌশলী কবীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা বরজাহান আলী শাহজাহান, ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হারুনর রশিদ, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী প্রমূখ। জনসভায় ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবি ও পেশাজীবি সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
×