ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঝুঁকিপূর্ন স্বাস্থ্য সেবা প্রদান ॥ লক্ষ্মীপুরে স্বাস্থ্য সচিবসহ নয় কর্মকর্তাকে লিগ্যাল নোটিশ

প্রকাশিত: ২১:০৮, ২০ মার্চ ২০১৬

ঝুঁকিপূর্ন স্বাস্থ্য সেবা প্রদান ॥ লক্ষ্মীপুরে স্বাস্থ্য সচিবসহ নয় কর্মকর্তাকে লিগ্যাল নোটিশ

নিজস্বস সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরসহ সারা দেশে প্রায় ২১ হাজার স্বাস্থ্য সহকারী দ্বারা তৃণমূল পর্যায়ে ঝুঁকিপূর্ণ স্বাস্থ্য সেবা প্রদানের অভিযোগ এনে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের সচিবসহ স্বাস্থ্য অধিদপ্তরের নয় কর্মকর্তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। স্বাস্থ্য সহকারীরা কোন ধরনের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ না নিয়ে শিশু ও নারীসহ জনগনকে ঝুঁকিপূর্ন স্বাস্থ্য সেবা প্রদান করায় রেজিষ্ট্রার্ড ডাকযোগে এ নোটিশ পাঠানো হয়। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবী মুহাম্মদ মাহমুদুল হক সুজনের জনস্বার্থে করা নোটিশে ৩০ দিনের মধ্যে স্বাস্থ্য সহকারীদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবি জানান। তা না হলে সনদবিহীন স্বাস্থ্য সহকারীদের ঝুঁকিপূর্ন স্বাস্থ্য সেবা বন্ধে সংশ্লিষ্ট আদালতের দ্বারস্থ হওয়ার কথাও জানান তিনি। নোটিশটি স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক, চট্রগ্রাম বিভাগের পরিচালক (স্বাস্থ্য), লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন, জেলার পাঁচটি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্ঠাানো হয়।
×