ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইডেনে গ্রেটদের মিলনমেলা

প্রকাশিত: ০৫:৩৮, ২০ মার্চ ২০১৬

ইডেনে গ্রেটদের মিলনমেলা

স্পোর্টস রিপোর্টার, কলকাতা থেকে ॥ কী যে অবস্থা। চোখে না দেখলে বোঝার উপায় নেই। কলকাতার ইডেন গার্ডেন ৬৬ হাজার দর্শক ধারণ করতে পারে। অথচ যেন ১ লাখ দর্শক উপস্থিত মাঠে! পুরো ভারত যেন ইডেন গার্ডেনে জড়ো হয়েছে। ভারত-পাকিস্তানকে ম্যাচকে ঘিরে ভারত জুড়ে মিলনমেলা যেন ইডেন গার্ডেনে হয়েছে। ৩২ লাখ ৮৭ হাজার কিলোমিটারের ভারত যেন ইডেন গার্ডেনে একসঙ্গে গর্জন করছে, ‘ইন্ডিয়া, ইন্ডিয়া’! প্রায় এক শ’ ত্রিশ কোটি লোকের ভারতের সবাই যেন ইডেনে এসে আসন গেড়েছে। কোথাকার দর্শক আসেনি, নয়াদিল্লী, মুম্বাই থেকে শুরু করে জম্মু-কাশ্মীরের ক্রিকেটপ্রেমীরাও হাজির হয়েছেন। সবচেয়ে বেশি আকর্ষণ এই মিলনমেলায় ঘটেছে ম্যাচের আগে। যখন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উপস্থিত হলেন। তারও আগে বলিউডের বিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন এসে হাজির হলেন। দর্শকদের হাত নাড়িয়ে শুভেচ্ছা জানালেন। এরপর এক এক করে মঞ্চে সংবর্ধনা গ্রহণ করলেন ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকর, বীরেন্দর শেবাগ ও বলিউড তারকা অভিষেক বচ্চন, পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস। আর সৌরভ গাঙ্গুলী তো ছিলেনই। স্টেডিয়ামে কী যে উত্তেজনা তৈরি হয় তখন! ক্রিকেট এ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (ক্যাব) সভাপতি ভারত ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী নিজে ইডেন গার্ডেনে প্রথমবারের মতো বিশ্বকাপে হওয়া ভারত-পাকিস্তান ম্যাচের টিকেট বিলি করেছেন। নিজ হাতে টিকেটগুলো দিয়েছেন। যেখানে অন্ধ্র প্রদেশ, অরুনাচল প্রদেশ, অসম, বিহার, ছত্রিশগড়, গোয়া, গুজরাট, হারিয়ানা, হিমাচল প্রদেশ, জারখ-, কর্নাটক, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, উড়িষ্যা, পাঞ্জাব, রাজস্থান, সিক্কিম, তামিল নাড়ু, তালাঙ্গানা, ত্রিপুরা, উত্তর প্রদেশ, উল্টরখ-, পশ্চিম বাংলা, আন্দামান ও নিকোবার আইল্যান্ড, চ-িগড়, দাদরা ও নগর হাভেলি, দামান ও দিউ, লক্ষ্মদ্বীপ, পুডুচেড়ি থেকে দর্শক মাঠে উপস্থিত ছিলেন। প্রতি প্রদেশের স্পোর্টস এ্যাসোসিয়েশনকে টিকেট দিয়েছেন গাঙ্গুলী। সেই টিকেট দিয়ে খেলাও দেখতে এসেছেন সবাই। আর টিকেট কিনেও দর্শকরা স্টেডিয়ামে খেলা দেখতে এসেছেন। যেন ইডেন গার্ডেনে জনতার ঢল নামে। সেই ঢল স্টেডিয়ামের বাইরেও বিকেল ৪টা থেকেই দেখা যায়। স্টেডিয়ামে যতই ৬৬ হাজার লোক বসার স্থান থাকুক, ১ লাখ দর্শক বসে খেলা দেখেছেন। গর্জন দিয়েছেন। স্টেডিয়ামের বাইরেও দেখা গেছে একইরকম দর্শক! নয়াদিল্লী থেকে আসা সুভম বললেন, ‘প্রথমবারের মতো ইডেন গার্ডেনে ভারত-পাকিস্তানের মধ্যকার বিশ্বকাপের ম্যাচ হচ্ছে। এটি কোনভাবেই হাতছাড়া করা যায় না। তাই কোনভাবে একটি টিকেট জোগাড় করেছি। স্টেডিয়ামে ঢোকার আগে অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হয়েছে। তবে স্টেডিয়ামে ঢুকে যেন মনে হচ্ছে, স্বর্গে এসেছি। এত দর্শক। মনে হচ্ছে গর্জনে স্টেডিয়াম ভেঙ্গে পড়বে। দারুণ লাগছে।’ মুম্বাই থেকে আসা কাপুর নামে এক দর্শক বললেন, ‘যে করেই হোক ভারত-পাকিস্তানের মধ্যকার একটি ম্যাচ দেখার অনেক আশা ছিল। বলতে গেলে স্বপ্ন ছিল। এবার তা পূরণ হয়েছে। তিনদিন ধরে ঘুরছি। অনেকের সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু কোন টিকেট মিলেনি। শেষপর্যন্ত অনেক চেষ্টার পর ৫ হাজার রুপী দিয়ে একটি গ্যালারির টিকেট কিনেছি। কেমন যে লাগছে স্টেডিয়ামে সিটে বসে। মনে হচ্ছে, পুরো ভারত ইডেন গার্ডেনে ঝাঁপিয়ে পড়েছে।’ কাশ্মীর থেকে একজন এসেছেন। পাঞ্জাবী পরিহিত সেই পারভেজ নামের বৃদ্ধ লোকটি যে কী খুশি। তার মুখ না দেখলে বোঝার উপায় নেই। তিনি বললেন, ‘এত আনন্দ কখনই পাইনি। তিনদিন আগে কাশ্মীর থেকে এসেছি। কলকাতার ক্রিকেটের সঙ্গে জড়িত এক ভাতিজা আছে আমার। তার কাছ থেকে নিয়েছি টিকেট। কখনই স্টেডিয়ামে খেলা দেখিনি। কিন্তু এবার ইডেন গার্ডেনে ভারত-পাকিস্তান ম্যাচটি দেখতে চেয়েছি। ভাতিজা আমাকে যথেষ্ট সাহায্য করেছে। টিভিতে সবসময়ই খেলা দেখি। কিন্তু টিভিতে দেখে কখনই মাঠের অবস্থা বোঝার উপায় নেই। মাঠে এসে খেলা দেখার যে কী মজা তা এ বৃদ্ধ বয়সে বুঝছি। আমার বয়স ৫৮। এ বয়সে এমন একটি ম্যাচ দেখব ভাবতেই পারিনি! অসাধারণ লাগছে। নিজের কাছেই প্রশ্ন করি, কোথায় এসে পড়লাম? মনে হচ্ছে, ভারতের সব লোক এখানে হাজির। একসঙ্গে এত লোকের ‘ইন্ডিয়া, ইন্ডিয়া’ গর্জনে শরীরের পশম দাঁড়িয়ে যাচ্ছে।’ কলকাতার রাম নামে একজন বললেন, ‘নিজের মাঠে খেলা হচ্ছে। না দেখলে কী আর হয়। দাদার সহযোগিতায় একটি টিকেট পেয়েছি। সেই টিকেট দিয়ে ম্যাচ দেখতে এসেছি। এসে আশ্চর্য্য হয়ে গেছি। এ পর্যন্ত অনেক ম্যাচ দেখেছি। কিন্তু এমন উত্তেজনা, উত্তাপ কখনও মনে হয় না দেখেছি।’ শিশু থেকে বৃদ্ধ, কেউই ভারত-পাকিস্তান ম্যাচটি দেখার সুযোগ হাতছাড়া করতে রাজি নন। ম্যাচটি আবার বিশ্বকাপের। সেটি আবার ইডেন গার্ডেনে হচ্ছে। যেখানে প্রথমবারের মতো ভারত-পাকিস্তানের মধ্যকার বিশ্বকাপের ম্যাচ হচ্ছে। সেই ম্যাচের উত্তাপ বিশ্বেই সব জায়গায় লেগেছে। ভারতের লোকের গায়ে না লাগলে কী আর হয়। তা লেগেছেও। এমনই উত্তাপ লেগেছে যে সব প্রদেশের লোকই স্টেডিয়ামে হাজির হয়েছেন। যেন ইডেন গার্ডেনে পুরো ভারতের মিলনমেলাই ঘটে গেল!
×