ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তাসকিন-সানি দুজনেই নিষিদ্ধ

প্রকাশিত: ০১:৩৯, ১৯ মার্চ ২০১৬

তাসকিন-সানি দুজনেই নিষিদ্ধ

অনলাইন ডেস্ক ॥ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া ম্যাচের আগে বড় এক ধাক্কা খেয়েছে বাংলাদেশ। অবৈধ বোলিং অ্যাকশন প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার আরাফাত সানি ও পেসার তাসকিন আহমেদকে। শনিবার বিকালে আইসিসির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। এর আগে আরাফাত সানির নিষেধাজ্ঞার কথা বলা হলেও তাসকিনকে নিয়ে চলছিলো ধোঁয়াশা। বিজ্ঞপ্তিতে বলা হয়, তাসকিনের সব ডেলিভারি বৈধ ছিল না। বেঙ্গালুরুতে দলের সঙ্গে থাকা বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানান, শনিবার দুপুরে তারা জেনেছেন সানির অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়েছে। তার জায়গায় দলে এসেছেন সাকলাইন। গত ৯ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের প্রথম রাউন্ডের ম্যাচে সানি ও তাসকিনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠে। ১২ মার্চ ধর্মশালা থেকে চেন্নাইয়ে গিয়ে পরীক্ষা দেন তিনি।
×