ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বনানীর আবাসিক ভবনের অগ্নিকান্ডে তদন্ত কমিটি গঠন করেছে পেট্রোবাংলা

প্রকাশিত: ২৩:৩৭, ১৯ মার্চ ২০১৬

বনানীর আবাসিক ভবনের অগ্নিকান্ডে তদন্ত কমিটি গঠন করেছে পেট্রোবাংলা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বনানীর বি ব্লকের ২৩ নম্বর রোডের ৯ নম্বর বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে কমিটি গঠন করেছে পেট্রোবাংলা। পেট্রোবাংলার পরিচালককে (প্রশাসন) আহ্বায়ক করে চার সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়। শনিবার দুপুরে পেট্রোবাংলার উপ-ব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্ত কমিটি অগ্নিকাণ্ডের ঘটনা বিস্তারিত অনুসন্ধান করবে। এর কারণ নির্ণয় ও ভবিষ্যতে এ ধরনের অনাকাংখিত ঘটনা পরিহারের লক্ষ্যে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহনের সুপারিশসহ সাত দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে বনানীর ২৩ নম্বর রোডের ৯ নম্বরের ছয়তলা ওই ভবনে আগুন লাগে। এ সময় সাতজন আহত হয়েছে।
×