ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এ মাস থেকেই বীরাঙ্গনা মুক্তিযোদ্ধারা ভাতা পাবেন

প্রকাশিত: ২২:১৭, ১৯ মার্চ ২০১৬

এ মাস থেকেই বীরাঙ্গনা মুক্তিযোদ্ধারা ভাতা পাবেন

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর ॥ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরী করা হয়েছে। এ মাসেই মাননীয় প্রধান মন্ত্রী টোকেন হিসেবে বিশেষ ক্যাটাগরিতে বীরাঙ্গদের হাতে মুক্তিযোদ্ধা (হিসেবে তাদের) ভাতা চালু করবেন এবং তা গত বছরের জুলাই মাস থেকে কার্যকর হবে। মন্ত্রী শনিবার সকালে ১৯ মার্চ স্বাধীনতার প্রথম প্রতিরোধ দিবস উপলক্ষে প্রতিরোধ যুদ্ধে শহীদ ’হুরমত আলী’র কবর প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নেব জবাবে এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, ১৯ মার্চ স্বাধীনতার প্রথম প্রতিরোধ দিবস হিসেবে জাতীয়ভাবে পালনের উদ্যোগ নেয়া হবে। মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হক, জেলা প্রশাসক এসএম আলম, শহীদ হুরমতের মেয়ে হালিমা খাতুন।
×