ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফের সংলাপের আহ্বান খালেদার

প্রকাশিত: ২১:৫৬, ১৯ মার্চ ২০১৬

ফের সংলাপের আহ্বান খালেদার

স্টাফ রিপোর্টার ॥ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট রমনা থেকে: সরকারকে ফের সংলাপের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, দেশে ক্ষমতায় থাকা এবং না থাকা এখন বেহেস্ত ও দোজখের মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে। যারা ক্ষমতায় থাকে তারা সুবিধা ভোগ করে আর যারা ক্ষমতার বাহিরে তারা শুধু নির্যাতনই পায়। শনিবার দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তনে বিএনপির ষষ্ঠ কাউন্সিলে বক্তব্যে খালেদা জিয়া এ আহ্বান জানান। খালেদা জিয়া বলেন, সংলাপের মাধ্যমে সমঝোতার পথ নিতে হবে। গণতন্ত্র রক্ষায় সব দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ নির্বাচনের কোনো বিকল্প নেই। বিএনপি নেত্রী বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য সংলাপ চাচ্ছি না। এ দেশের দেশের মালিক জনগণ। তাদের জন্য সংলাপ চাচ্ছি। দেশের মানুষের জন্য কিছু দিতেই সংলাপের আহ্বান জানচ্ছি। সার্বিকভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সংলাপ চাচ্ছি। বক্তব্যে তিনি বলেন, জনগণকে জেগে উঠতে হবে। ক্ষমতায় গেলে প্রত্যেক প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
×