ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুক্তাগাছায় এমপির বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ

প্রকাশিত: ০৪:২৯, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

মুক্তাগাছায় এমপির  বিরুদ্ধে সন্ত্রাসী  হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ মুক্তাগাছার স্থানীয় জাতীয় পার্টির সংসদ সদস্য সালাহ উদ্দিন মুক্তি ও তার মস্তান ক্যাডারদের হামলায় ওষুধ কোম্পানির প্রতিনিধি দেলোয়ার হোসেন গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। হামলার পর সংসদ সদস্য মুক্তির মস্তান ক্যাডাররা মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি-ধমকি দিচ্ছে। এ নিয়ে থানা পুলিশকে জানালে পরিণাম হবে আরও ভয়াবহ এমন হুমকিও দেয়া হচ্ছে। রবিবার বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলন ডেকে এসব অভিযোগ করেছেন ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) ময়মনসিংহ বিভাগের নেতৃবৃন্দ। সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে বলা হয়, গত ৭ ফেব্রুয়ারি পেশাগত দায়িত্ব পালনকালে স্থানীয় সংসদ সদস্য সালাহ উদ্দিন আহমদ মুক্তি ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মুক্তাগাছা হাসপাতাল থেকে ধাওয়া করেন এবং প্রতিনিধিদের মোটরসাইকেল জোরপূর্বক পুলিশ ভ্যানে করে থানায় নিয়ে যেতে চায়। এর প্রতিবাদ করেছিলেন দেলোয়ার হোসেন। এর জের ধরে গত ১০ ফেব্রুয়ারি রাতে হাসপাতালের সামনে সংসদ সদস্য মুক্তির মস্তান ও ক্যাডার সবুজ, সায়েম ও আনিসসহ অজ্ঞাত ১০/১২ জন সন্ত্রাসী দেলোয়ারের ওপর হামলা চালিয়ে দুই পা ভেঙ্গে দেয়। এরপর থেকে দেলোয়ার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। হামলাকারীদের হুমকির কারণে দেলোয়ার থানায় যেতে পারছেন না। রবিবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘটনার বিচার ও হামলাকারীদের গ্রেফতার দাবিতে কর্মসূচী ঘোষণা করা হয়। এতে বলা হয়, সোমবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে বেলা ১১টায় মানববন্ধন কর্মসূচী পালন করবেন ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) ময়মনসিংহ বিভাগের কর্মীরা। একই সময়ে দেশজুড়ে সকল বিভাগ ও উপজেলা সদরে এই কর্মসূচী পালন করা হবে এবং জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি দেয়া হবে।
×