ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পটুয়াখালীতে ডেইলী স্টারের সম্পাদকের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১৯:১৫, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

পটুয়াখালীতে ডেইলী স্টারের সম্পাদকের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ পটুয়াখালীতে ডেইলী স্টারের সম্পাদক মাহফুজ আনমের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানী মামলা করেছেন পটুয়াখালী স্বেচ্ছাসেবকলীগের সাদারণ সম্পাদক ও পটুয়াখালী আইনজীবি সমিতির সদস্য এ্যাড, উজ্জল কুমার বসু। আজ রবিবার পটুয়াখালীর সিনিয়র জ্যুডিশিয়াল ম্যাজিষ্ট্রের প্রথম আদালতের বিচারক এএসএম তারিক শামস্্ এর আদালতে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ডেইলী স্টারের সম্পাদক মাহফুজ আনমের বিরুদ্ধে সম জারি করেছে। মামলার বাদী তার এজাহারে উল্লেখ করেন, বিগত ২০০৮ সালের সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকারের সময় বি-রাজনীতিকরণ ষড়যন্ত্রের অংশ হিসেবে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ডিজিএফআই এর সরবরাহকৃত তথ্য কোন প্রকার যাচাই বাছাই না করেই প্রকাশ করেছেন। পেপার ট্রায়ালের মাধ্যমে সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী বিষয় তাহার পত্রিকায় সংবাদ পরিবেশন করেন। যা ইতিমধ্যে তিনি একটি বেসরকারী টিভি চ্যানেল ‘এটিএন নিউজ’ এ স্বীকার করেছেন। উক্ত বিষয়গুলি নিয়ে তৎকালীন সময়ে নানাবিধ জল্পনা কল্পনা সৃষ্টিসহ শীর্ষ রাজনীতিবিদদের প্রতি জনগণের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরী হয়। ঐ মিথ্যা রিপোর্টের কারণে জননেত্রী শেখ হাসিনাকে দীর্ঘদিন কারাভোগসহ সামাজিকভাবে হেয় প্রতিপন্ন এবং নানাভাবে হয়রানীর স্বীকার হতে হয়।
×