ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উত্তীর্ণদের ফল বাতিল

রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নতুন করে পরীক্ষা গ্রহণে অর্থমন্ত্রীর সুপারিশ

প্রকাশিত: ০৫:২৩, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নতুন করে পরীক্ষা গ্রহণে অর্থমন্ত্রীর সুপারিশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা ও রূপালী ব্যাংকে ২০১৩ ও ২০১৪ সালে গৃহীত নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে গঠিত প্যানেলভুক্তদের নিয়োগ বন্ধের নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। সে সঙ্গে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা নেয়ার জন্য ব্যাংকার্স সিলেকশন কমিটির চেয়ারম্যান গবর্নর ড. আতিউর রহমান ও তিন ব্যাংকের প্রধান নির্বাহীদের প্রতি চিঠি দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ১০ ফেব্রুয়ারি এ নির্দেশনা দেয়া হয়। এতে আটকে গেছে তিন ব্যাংকে প্যানেলভুক্ত প্রায় ৭ হাজার চাকরিপ্রার্থীর নিয়োগ। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে পাঠানো চিঠিতে অর্থমন্ত্রী জানান, আগের পরীক্ষার প্রায় তিন বছর পেরিয়ে গেছে। দ্রুতগতিতে নতুন পরীক্ষা নেয়া উচিত। পরীক্ষার তারিখ, ফলাফল ঘোষণার তারিখ এবং সে সঙ্গে নতুন নিযুক্তির তারিখ সম্পর্কে জানতে চাই। এই তারিখ ঘোষণার সময় কত পদ পূরণ করা হবে, সে ঘোষণা সম্পর্কে সুপারিশ চাই। অর্থমন্ত্রীর মন্তব্য উল্লেখ করে চিঠির শেষে বলা হয়েছে, অর্থমন্ত্রীর উপরোক্ত মন্তব্যের পরিপ্রেক্ষিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এদিকে কেনদ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্যানেল নিয়োগ প্রদান সম্ভব হবে না। বরং অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, তিনটি ব্যাংকের ২০১৩ ও ২০১৪ সালে নিয়োগ-পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা বেশ কিছুদিন ধরেই প্যানেল নিয়োগের দাবিতে কেন্দ্রীয় ব্যাংকের সামনে আন্দোলন করে আসছেন। গত বৃহস্পতিবার দুপুরেও তারা কেন্দ্রীয় ব্যাংকের সামনে প্রায় ২ ঘণ্টা অবস্থান করেন। সন্ধ্যার পর তারা আবার গণভবনের সামনে মানববন্ধন করেন। এর আগে মন্ত্রণালয়ের সঙ্গে বেশ কয়েকবার নিয়োগ প্রার্থীদের পক্ষ থেকে একটি দল বৈঠকও করেছে। প্যানেলভুক্ত প্রায় ৭ হাজার প্রার্থীর মধ্যে সোনালী ব্যাংকের নিয়োগপ্রত্যাশী ৪ হাজার ১৭৭ জন, রূপালীতে ২ হাজার ৫০০ ও বাকিগুলো জনতা ব্যাংকের। সোনালী ও রূপালীর প্যানেলের মেয়াদ শেষ হয়ে গেলেও জনতা ব্যাংকের প্যানেলের মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত রয়েছে। তবে এরই মধ্যে জনতা ব্যাংকের প্যানেল থেকে কিছু নিয়োগ দেয়া হয়েছে।
×