ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নীলফামারীতে ইটভাটা গিলে খাচ্ছে ফসল ফলানো মাটি

প্রকাশিত: ২০:০৯, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

নীলফামারীতে ইটভাটা গিলে খাচ্ছে ফসল ফলানো মাটি

স্টাফ রির্পোটার,নীলফামারী॥ ইটভাটার ঝাঁঝালো কার্বোডাইঅক্সাইড মিশ্রিত কালো ধোঁয়ার বিষ ক্ষতি করছে পরিবেশ। আর ফসলের ক্ষেত গুলোতে হচ্ছেনা আশানুরূপ ফসল। ইটভাটার কারণে নস্ট হচ্ছে সোনা ফলানো মাটি। এ ছাড়া নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের দোয়ালীপাড়ার ইটভাটার ধোঁয়ায় ৫১ হেক্টর ৬১৯ শতক জমির চলতি ইরি বোরো ধান আবাদে ক্ষতির আশংঙ্কা করছে কৃষক। এমন অভিযোগ কৃষকদের। কৃষকদের অভিযোগ নীলফামারী জেলার ছয় উপজেলায় নিয়ম কানুনের তোয়াক্কা না করে দো-ফসলি ও তিন ফসলি জমির উপর গড়ে উঠছে প্রায় ৫০টি ইটভাটা। আজ শনিবার কৃষকরা এমন অভিযোগ করেন।
×