ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকার রাজপথের সোডিয়াম আলো বদলে যাচ্ছে এলইডি বাতিতে

প্রকাশিত: ১৮:২৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

ঢাকার রাজপথের সোডিয়াম আলো বদলে যাচ্ছে এলইডি বাতিতে

অনলাইন রিপোর্টার॥ ঢাকার রাজপথের চিরচেনা সোডিয়াম আলো বদলে যাচ্ছে। দীর্ঘদিন ধরে রাজপথ আলোকিত করে আসা সোডিয়াম বাতিগুলো এবার বদলে যাবে বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাতিতে। তুলনামুলক বেশি আলো পেতে প্রাথমিকভাবে রাজধানীর কারওয়ান বাজার থেকে শাহবাগ মোড় পর্যন্ত সড়কের বাতিগুলো এরইমধ্যে বদলে ফেলা হয়েছে। গত শুক্রবার রাত থেকে নগরবাসী প্রত্যক্ষ করে এলইডি বাতির ঝকঝকে সাদা আলো। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে মহান শহীদ দিবসের (একুশে ফেব্রুয়ারি) আগেই শহীদ মিনার এলাকার সড়ক বাতিগুলোও বদলে যাবে। শাহবাগ থেকে মৎস ভবন পর্যন্ত সড়কের বাতিও বদলে যাবে আশির দশকের শেষভাগে ঢাকার প্রধান প্রধান সড়কে সোডিয়ামের হলুদ আলোর ব্যবস্থা করেছিলেন সে সময়ের রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকনের হাত ধরে সাশ্রয়ী এলইডি বাতির সাদা ধবধবে আলোতে আলোকিত হবে রাজপথ। গত ৩০ জানুয়ারি ‘পরিচ্ছন্ন বছর-২০১৬’ বিষয়ক এক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি জানান, রাজধানীতে ৩২ হাজার স্ট্রিট লাইট রয়েছে। এগুলো পাল্টে এলইডি লাইট লাগানো হবে। মেয়র বলেন, যাতে কোন রাস্তায় অন্ধকার না থাকে, পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে কোন অসুবিধা না হয় এবং নাগরিকরাও যাতে নিশ্চিন্তে চলাচল করতে পারেন সে কারণেই এসব বাল্ব পাল্টে দেওয়া হবে। এছাড়া ২১ তারিখের আগে শহীদ মিনারের লাইট পাল্টে নতুন এলইডি লাইট লাগানো হবে।
×