ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শূন্য রানে অলআউট পুরো দল!

প্রকাশিত: ০৫:৫৭, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

শূন্য রানে অলআউট  পুরো দল!

স্পোর্টস রিপোর্টার ॥ একজন ব্যাটসম্যান ‘শূন্য’ রানে আউট হতেই পারেন। তাই বলে স্কোর বোর্ডে কোন রান যোগ হওয়ার আগে দলের সব ব্যাটসম্যান সাজঘরেÑ সেটাও কি সম্ভব? এমন অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হলো ক্রিকেট! ভাগ্য দেবতার কৃপায় একটি ‘ওয়াইড’ বা ‘নো’-ও এলো না। ইংল্যান্ডের সিক্স-এ-সাইড চ্যাম্পিয়নশিপের ম্যাচে ঘটেছে এমন ঘটনা। বৃহস্পতিবার ক্যান্টারবুরির ক্রাইস্টচার্চ ইউনিভার্সিটির বিপক্ষে ২০ বলের মধ্যে ১০ ব্যাটসম্যানকে হারায় ব্যাপটিস্ট ক্রিকেট ক্লাব! ক্যান্টারবুরিতে ওই চ্যাম্পিয়নশিপে দু-দলের মধ্যে কেন্ট আঞ্চলিক ফাইনাল চলছিল। প্রথমে ব্যাট করে ১২০ রান সংগ্রহ করে ক্রাইস্টচার্চ। ১২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে ব্যাপটিস্ট। ক্রাইস্টচার্চ স্পিনার মাইক রোজ বলেন, ‘সত্যিই আমরা কেউ বিশ্বাস করতে পারছি না যে একটি দলকে শূন্য রানে আউট করে দিয়েছি।’ তবে, ক্রিকেটে শূন্য রানে অলআউট হওয়ার ঘটনা এই প্রথম নয়। ১৯১৩ সালে সমারসেটের ক্লাব ল্যাঙপোর্ট ও ১৯৬৪Ñএ কেন্টের ভিলেজ লীগের দল মার্টিন ওয়াল্টার্স এমন লজ্জায় পড়েছিল। প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বনিম্ন ৬ রানে অলআউট হওয়ার রেকর্ডটিও একটি ইংলিশ ক্লাবেরÑ ১৯১০ সালে ‘দ্য বিএস’! আর টেস্টে সর্বানিম্ন ২৬ রানে গুটিয়ে যাওয়ার লজ্জা নিউজিল্যান্ডের (১৯৫৫ সালে, ইংল্যান্ডের বিপক্ষে)।
×